header banner

গভীর রাতে মুর্শিদাবাদের গঙ্গাভাঙনে জলের তলায় ঐতিহ্যবাহী কালি মন্দির

article banner

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: ভয়াবহ গঙ্গার ভাঙন অব্যাহত মুর্শিদাবাদে। সোমবার রাতে ফের ভয়াবহ গঙ্গার ভাঙনের সাক্ষি রইল মুর্শিদাবাদবাসী। গত রাতে ভাঙনের কবলে পড়ে কবলে গঙ্গার জলে তলিয়ে গেলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ-মহেশটোলা এলাকার একমাত্র উপাসনালয় ঐতিহ্যবাহী কালি মন্দির। চোখের সামনে সেই কষ্টদায়ক দৃশ্য দেখার পরেও বহু চেষ্টা করেও প্রায় ৬০ বছরের পুরোনো মাতৃমন্দিরকে রক্ষা করতে সক্ষম হন নি স্থানীয়রা। এলাকার অত্যন্ত জাগ্রত ও একমাত্র উপাসনালয় মন্দিরটি জলের তলায় চলে যাওয়ায় এলাকাজুড়ে মন খারাপের সুর।

{link}
স্থানীয় সূত্রে খবর, রবিবার গভীর রাতেই গঙ্গায় পড়ে যায় সেই মন্দির। বহু চেষ্টা করেও ভাঙনের হাত থেকে রক্ষা করা যায়নি মা কালীর মন্দির। এখনও অব্যাহত গঙ্গা ভাঙন। মা কালীর মন্দির তলিয়ে যাওয়ায় যেন আরো মহা আতঙ্কে পরিণত হয়েছে গঙ্গা ভাঙন। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না এলাকাবাসী। এদিকে মহেশটোলাতেও একের পর তলিয়ে যাচ্ছে বাড়িঘর। ফলে ভাঙনের হাত থেকে বাড়ির সামগ্রী রক্ষা করতে কয়েকশো পরিবার অন্যত্র আশ্রয়ের সন্ধানে পালাচ্ছেন। বর্ষার শেষ লগ্নে এসে যেন ভাঙন মহা আতঙ্কে পরিণত হয়েছে মুর্শিদাবাদ জেলার একাংশ জুড়ে।
{ads}

news Murshidabad Samareshganj Kali Temple Ganga সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article