header banner

গোসাবায় বোমা উদ্ধারকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: দক্ষিন ২৪ পরগনার গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের মিত্রপুর গ্রাম থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে বৃহস্পতিবার রাতে। সেই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ফের কোন্দল প্রকাশ্যে চলে এলো। শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি পরিতোষ হালদারের দাবি এই বোমা পঞ্চায়েত প্রধান চিত্ত প্রামাণিকের অনুগামীরা এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য মজুত করেছিল। পুলিশ খবর পেয়ে সেই বোমা উদ্ধার করেছে। পাল্টা চিত্ত প্রামাণিকের অভিযোগ পরিতোষ হালদার ও তাঁর লোকেরাই এই বোমা মজুত করেছিল। এ বিষয়ে পুলিশ প্রশাসন ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। ঘটনার তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। 

{link}

বৃহস্পতিবার রাতে স্থানীয়রা ধান ক্ষেতের পাশে বোমাগুলি পড়ে থাকতে দেখেন। তাঁরাই পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বোমা উদ্ধার করে। শুক্রবার বম্ব স্কোয়াড এসে বোমা নিষ্ক্রিয় করবে বলে পুলিশ সূত্রের খবর। কে বা কারা এই বোমা মজুত করেছিল এলাকায় সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।

{ads}

news South 24 Paragana Gosaba Bomb West Bengal সংবাদ

Last Updated :