header banner

মঙ্গলবার রাতে কোনা এক্সপ্রেসওয়ে তে গ্যাস ট্যাঙ্কার উল্টে দুর্ঘটনা, আহত দুই চালক

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়ার পাকুড়িয়া ব্রিজের কাছে মঙ্গলবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাস ট্যাঙ্কার উল্টে গিয়ে দুর্ঘটনা। দুর্ঘটনার কারনে একাধিক ব্যাক্তি জখম হয়েছেন। ধূলাগোড় থেকে হুগলির ডানকুনি যাবার পথে জাতীয় সড়কে হাওড়ার কোনা পাকুড়িয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই গ্যাস ট্যাঙ্কারটি। আহত হন দুই চালক। একজনের অবস্থা গুরতর, মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। গুরুতর জখম হয়েছেন আরও এক ব্যাক্তি। এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে বহু গাড়ি। 

{link}
ধূলাগোড় থেকে হুগলির ডানকুনি যাবার পথে জাতীয় সড়কে হাওড়ার কোনা পাকুড়িয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে যায় গাড়িটির। যার ফলে উল্টে যায় ওই গ্যাস ট্যাঙ্কার। নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস টয়াঙ্কারটি চলে আসে উল্টোদিকের লেনে। ধাক্কা মারে একটি  ম্যাটাডোরে। ঘটনাস্থলে আহত হন দুই চালক। এদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এলাকায় ঝাঁঝালো গন্ধ গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনার জেরে ডানকুনি থেকে কোলাঘাট যাওয়ার রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পুলিশ সূত্রের খবর, ডানকুনির দিকে তীব্র গতিতে যাচ্ছিলে গ্যাস ট্যাঙ্কারটি। এরপর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টোদিকে অর্থাৎ রাস্তার উপর এসে পড়ে উল্টে যায়। সেইসময় উল্টোদিকের রাস্তা দিয়ে যাওয়া অপর একটি ম্যাটাডোরে সেটি ধাক্কা মারে। ঘটনার পরই দুই গাড়ির চালককে আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে পাঠায় কোনা ট্রাফিক গার্ডের পুলিশ। রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিনও। ধাক্কা মেরে ট্যাঙ্কারটি রাস্তার উপর উল্টে যাওয়ায় রাতে তীব্র যানজট তৈরি হয়েছে। পুলিশ ক্রেন এনে গ্যাসের ট্যাঙ্কারটি সরানোর চেষ্টা করে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে ছুটে যান হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারাও। দীর্ঘক্ষন চেষ্টার পর, পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। 
{ads}

news accident Kona Expressway Tanker Howrah West Bengal সংবাদ

Last Updated :