header banner

Howrah Municipality : জঞ্জালকে থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পৌরসভার জঞ্জাল থেকে বিদ্যুৎ উৎপাদন করতে চলেছে হাওড়া পৌরসভা। এটা খুবই আধুনিক ভাবনা। পৌর-জঞ্জাল এই মুহূর্তে সমস্ত পৌর এলাকার একটা বড় সমস্যা। হাওড়ার (Howrah) বেলগাছিয়া (Belgachia) ভাগাড়ে জমে থাকা জঞ্জালকে কাজে লাগিয়ে এ বার বিদ্যুৎ তৈরির পরিকল্পনা করল হাওড়া পুরসভা (Howrah Municipality)।

{link}

হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, এই মুহূর্তে প্রতিদিন হাওড়া শহরে ৫৫০ থেকে ৬০০ মেট্রিক টন জঞ্জাল জমা হয়। সেই জঞ্জাল বেলগাছিয়া ভাগাড়ে ফেলতে ফেলতে দু’টি বড় পাহাড়ের আকার নিয়েছে। সেই ভাগাড় ধসে গিয়েই গত বুধবার বিপত্তি হয়। পুরসভার পক্ষ থেকে পরিকল্পনা করা হচ্ছে, কী ভাবে ওই জঞ্জালকে কাজে লাগিয়ে বিকল্প বিদ্যুৎ তৈরী হবে তা নিয়ে পরিকল্পনা করা হয়েছে।

{link}

সুজয় চক্রবর্তী বলেন, ‘জঞ্জালের পরিমাণ কমানোর জন্য বায়োমাইনিংয়ের কাজ ইতিমধ্যেই চলছে। একটি ইউনিট কাজ করছিল। কিন্তু দুর্ঘটনার পর থেকে আরও একটি ইউনিট মিলে এখন দু’টি ইউনিট বায়োমাইনিংয়ের কাজ করছে, যাতে দ্রুত ওই জঞ্জাল কমানো যায়। পুরসভার লক্ষ্য বছর দেড়েকের মধ্যে বায়োমাইনিংয়ের মাধ্যমে এই জঞ্জাল কমিয়ে ফেলে এখানে ওয়েস্ট টু এনার্জি প্লান্ট তৈরি করা। এ দিকে বেলগাছিয়া ভাগাড়ের বিপর্যয়ের জেরে উত্তর হাওড়া এবং সালকিয়াতে জল সরবরাহ স্বাভাবিক হলেও শহরের বিস্তীর্ণ এলাকায় গত কয়েকদিন নিয়মিত জঞ্জাল সাফাই বন্ধ ছিল। 

{ads}

 

News Breaking News Howrah Belgachia Howrah Municipality সংবাদ

Last Updated :