header banner

BJP : ৪০০ আসনের লক্ষ্যে ঝাঁপাচ্ছে গেরুয়া শিবির

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক: লোকসভার ৫৪৩টি আসনে হবে নির্বাচন। তার মধ্যে পেতে হবে ৪০০টি আসন। এর মধ্যে আবার বিজেপিকে একাই পেতে হবে অন্তত ৩৭০টি আসন। বাকি ৩০টি পেতে হবে এনডিএর অন্য শরিক দলগুলিকে। এই লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদি স্বয়ং।তাই ৪০০ আসনের লক্ষ্যেই ঝাঁপাচ্ছে গেরুয়া শিবির। এজন্য দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ইনচার্জ ও কো-ইনচার্জ নিয়োগ করেছে বিজেপি। পদ্ম শিবিরের তরফে জানানো হয়েছে, অসমের ইনচার্জ নিয়োগ করা হয়েছে ক্যাপ্টেন অভিমন্যুকে। ছত্তিশগড়ের জন্য নীতীন নবীনকে। দিল্লির ইনচার্জ ওপি ধনখড়, মহারাষ্ট্রের জন্য দীনেশ শর্মা, মেঘালয়ের জন্য এম ছুবা আও, মণিপুরের জন্য অজিত ঘোপছেদে, মিজোরামের জন্য দেবেশ কুমার, নাগাল্যান্ডের জন্য নলীন কোহলি, তেলঙ্গানার জন্য অভয় পালিত এবং ত্রিপুরার জন্য অবিনাশ রাই খান্নাকে নিয়োগ করা হয়েছে। 

{ads}

News BJP PM Modi Prime Minister Amit Shah Election Politics Politician Police Delhi Chhattisgarh 400 seats Lok Sabh Election Election 2024 সংবাদ

Last Updated :