header banner

বেলুড়ের জগন্নাথ ঘাটে জোয়ারের জলের টানে গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ তরুণী

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ মর্মান্তিক, হাওড়ায় ২৪ ঘন্টার ব্যবধানে জলে ডুবে মৃত্যু দুই কিশোর কিশোরীর। সোমবারের পর মঙ্গলবারে বেলুড়ের জগন্নাথ ঘাটে জোয়ারের টানে ছোট বোনের চোখের সামনেই গঙ্গায় ভেসে গেল দিদি। নিখোঁজ ওই কিশোরীর নাম পরিনীতা কুমারী। দেহ উদ্ধারে চলছে তল্লাশি।

{link}
হাওড়ার বেলুড়ের বি কে পাল জগন্নাথ ঘাটে মঙ্গলবার সকালে ওই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বেলুড়ের জংলি সিং গলির বাসিন্দা পরিণীতা কুমারী (১৫), এদিন তার বোন তৃপ্তি কুমারীকে নিয়ে গঙ্গার সিঁড়িতে হাত পা ধুচ্ছিল। সেই সময় জোয়ারের প্রচন্ড টানের কবলে পড়ে যায় পরিণীতা। সে টাল সামলাতে না পেরে পা পিছলে জলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে চোখের সামনেই গঙ্গার জলে তলিয়ে যায় বছর ১৫-র ওই তরুনী। ঘাটে দাঁড়ানো তার বোন চিৎকার করে উঠলে আশপাশ থেকে অন্যান্যরা ছুটে এলেও তাকে আর উদ্ধার করা যায়নি। মর্মান্তিক এই ঘটনায় ভেঙে পড়েছে তাদের পরিবারের লোকেরা।  ঘটনাস্থলে আসে বেলুড় থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে। ইতিমধ্যেই স্থানীয় ডুবুরি বীরেন কর্মকার খোঁজাখুঁজি শুরু করলেও এখনও পর্যন্ত দেহ উদ্ধার হয়নি।
{ads}

news Jagannath Ghat Ganga Howrah West Bengal India

Last Updated :