header banner

Punjab : লোকসভা নির্বাচনে পাঞ্জাবে একলা চলো নীতি বিজেপির

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচনে পাঞ্জাবে একলা চলো নীতি নিল বিজেপি। তবে সব আসনে নয়, পঞ্চ নদের তীরের এই রাজ্যের ১৩টি আসনে একা লড়বে পদ্ম শিবির। মঙ্গলবার বিজেপির তরফেই জানিয়ে দেওয়া হয়েছে একথা। শিরোমনি অকালি দল এনডিএতে ফিরবে বলে যে জল্পনা দিন কয়েক ধরে চলছিল, তাও হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে।

{link}

পাঞ্জাবের যে ১৩টি আসনে বিজেপি একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে, সেই কেন্দ্রগুলিতে লড়াই হবে চতুর্মুখী।বিজেপির পাঞ্জাব ইউনিটের প্রধান সুনীল জাখর বলেন, পাঞ্জাবের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিশেষত তরুণ ও কৃষকদের কথা মাথায় রেখে একা প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি যে কাজ করছে, তা কারও কাছেই গোপন নয়। বিজেপি ্পাঞ্জাবের জন্য যে উন্নয়নই করুক না কেন, কর্তারপুর করিডর খুলে দেওয়া হোক বা রাজ্যের কৃষকদের কাছ থেকে শস্য সংগ্রহ করা...সবটাই সাধারণ মানুষ জানেন।

{link}

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও-বার্তায় তিনি বলেন, জনকল্যাণের জন্য দলটি তার এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাবে। তিনি জানান, পাঞ্জাবের মানুষ, রাজ্য বিজের নেতা ও তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।পাঞ্জাবে লোকসভার আসন রয়েছে ১৩টি। উনিশের নির্বাচনে এর মধ্যে ৮টিতে জিতেছিল কংগ্রেস। ২টি করে আসন গিয়েছিল বিজেপি ও শিরোমণি অকালি দলের ঝুলিতে। একটি আসনে জয়ী হয়েছিলেন আপ প্রার্থী। 

{ads}

News Election BJP PM Modi Politics Punjab Ekla Cholo Niti Sunil Jakhar Youth Farmer Social Media TMC Lok Sabha Election Election2024 Congress সংবাদ

Last Updated :