নিজস্ব সংবাদদাতা, হাওড়া: মহাসমারোহে শুরু হয়ে গেল বেলুড় মঠ সারদা পিঠের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা।। সুপ্রাচীন এই পূজার গতকাল সন্ধ্যায় হয় দেবীর আবাহন এবং অধিবাস অনুষ্ঠান। মন্ত্রোচারণ এবং আরতির মধ্য দিয়ে মাকে আবাহন করা হয়েছে আজ। বুধভার ভোরবেলা থেকে তিন প্রহরে সপ্তমী অষ্টমী এবং নবমী পূজা পালিত হচ্ছে হবে।
{link}
দু'বছর করোনা কাল পেরিয়ে এবার সাধারণ মানুষ এবং ভক্তদের জন্য সারদা পিঠের দরজা উন্মুক্ত করে দেয়া হয়েছে। তাই আজকের এই অনুষ্ঠান দেখার জন্য বহু মানুষ এবং ভক্তের সমাগম হয় সারদা পিঠে। সকলে দু বছর পর মা কে সামনে থেকে দেখতে পেয়ে আপ্লূত। কারুর চোখে জল, কারুর গলায় আবেগের বিচ্ছুরণ। সকলেই যেন প্রান ফিরে পেয়েছেন বেলুড় মঠে আজকের দিনের এই উৎসবের আঙিনায়।
{ads}