header banner

Development: স্বাধীনতার পর প্রথমবার! গ্রামে পাকা রাস্তা পেলেন সুন্দরবনের গোপালগঞ্জবাসীরা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর পরেও সুন্দরবনের কয়েকটি রাস্তা এখনও কাঁচা। তারা বহুদিন ধরেই পাকা রাস্তার দাবি করে আসছিলো। এবার তাদের স্বপ্ন পূরণ হলো। সর্বপ্রথম সুন্দরবন দফতরের উদ্যোগে কুলতলী বিধানসভার বিধায়কের ব্যবস্থাপনায় পাকা রাস্তা নির্মাণ হয়েছে। তাই এলাকাবাসী শঙ্খ বাজিয়ে মঙ্গল ফিতে কেটে রাস্তার উদ্বোধন করেন। যা নজিরবিহীন ঘটনা বলেই মনে করছেন অনেকে। রাস্তার দাবি নিয়ে বাসিন্দারা আগে জেলা প্রশাসনের কাছে একাধিকবার স্মারকলিপি জমা দিয়েছেন। এই এলাকার বাসিন্দাদের অনেকে প্ল্যাকার্ড নিয়ে ধর্ণা দিয়েছেন। তাই রাস্তা পাকা হওয়ার খবর শুনে খুশি গ্রামের মহিলা-পুরুষ সকলেই। 

{link}

  স্বাধীনতার পর এই প্রথম গ্রামের কাঁচা রাস্তা পাকা হবে। তাই আনন্দিত এলাকার সব মানুষ। এই উদ্যোগের ফলে এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে। এতদিন স্কুল-কলেজে থেকে শুরু করে হাসপাতাল, রাস্তার কারণে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হত। অসুস্থ রোগীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে আরও গুরুতর অসুস্থ হয়ে পড়তেন বলে অভিযোগ। পাকা রাস্তা হয়ে গেলে, সেইসব সমস্যা দূর হবে বলেই আশাবাদী স্থানীয়রা।

{ads}

Bengali News West Bengal Gopalganj Road Infrastructure Independence Government Road সংবাদ স্বাধীনতা সড়ক

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article