header banner

Mamata Banerjee : SC শংসাপত্রে বড় পরিবর্তন আনছে সরকার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ২০২৬ নির্বাচকে সামনে রেখে SC সার্টিফিকেটের (SC Certificate) ক্ষেত্রে মুখ্যমন্ত্রী (CM) বড়ো পরিবর্তন আনতে চলেছেন। এতদিন অব্দি নিয়ম ছিল, মা ও বাবার কারও SC শংসাপত্র না থাকলে সন্তানের জন্য শংসাপত্র পেতে রক্তের সম্পর্ক থাকা দু’জনের শংসাপত্র প্রয়োজন হত। নবান্ন সূত্রে খবর, এবার সেই জটিল নিয়ম বদলাতে চলেছে সরকার।

{link}

নতুন প্রস্তাব অনুযায়ী, পরিবারের মধ্যে অন্তত একজনের SC শংসাপত্র থাকলেই আবেদনকারী শংসাপত্রের অধিকারী হবেন। এই নিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বৈঠকে স্পষ্ট বার্তা দেন যে, যোগ্য মানুষ যাতে শংসাপত্র থেকে বঞ্চিত না হন, তবে অযোগ্যরা যাতে তালিকায় ঢুকতে না পারেন, তার জন্য কড়া নজরদারি রাখতে হবে। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু এই নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে।

{link}

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে অভিযোগ তুলেছেন যে, “এই সরকার তফসিলি উপজাতিদের শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে জালিয়াতি করেছে, তা প্রমাণিত। এ বার নতুন নিয়ম চালু করে ভুয়ো SC শংসাপত্র দিতে চাইছে। এ ক্ষেত্রেও রাজ্য সরকারের মুখ পুড়বে।’’ তিনি আরও বলেন, ‘‘আসলে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী রাজ্যের একটি বিশেষ অংশের মানুষের ভোট নিশ্চিত করতে চান।’’

{ads}

 

News Breaking News SC Certificate Mamata Banerjee সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article