সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: বারুইপুর পূর্বের বিধায়কের উপস্থিতিতে জয়নগর এক নম্বর ব্লকের অন্তর্গত সরবেড়িয়া টি এস সনাতন স্কুল মাঠে অনুষ্ঠিত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ১ নম্বর ব্লকের অন্তর্গত সরবেড়িয়া টি এস সনাতন স্কুল মাঠে বেলা একটায় শুরু হয় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। এদিন এই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার মন্ডল, জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, জয়নগরে এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ বিশ্বাস জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জি সহ জয়নগর ১ নম্বর ব্লকের সমস্ত দপ্তরের আধিকারিক পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির আধিকারিকরা।
{link}
এদিনের এই সরকারি পরিষেবা প্রদান মঞ্চ থেকে জয়নগর এক নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সাইকেল প্রদান, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ এলাকার মানুষের বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়া হয়। জয়নগর ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ বিশ্বাস এই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের বলেন। এই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে সাইকেল পেয়ে খুশি এক ছাত্র জানায়, তার বাড়ি থেকে স্কুলে পায়ে হেঁটেই যাতায়াত করতে হত। তাই এই সাইকেল পেয়ে তার অনেক সুবিধা হল। একটা নির্দিষ্ট অংশের মানুষ যে এই সরকারি পরিষেবা পেয়ে খুশি তা বোঝা যাচ্ছে প্রাপকদের মন্তব্য থেকেই।
{ads}