header banner

অনৈতিক ও আসাংবিধানিক, মন্তব্য সুজনবাবুর

রাজ্যপালের কাজকে সরাসরি অসাংবিধানিক বলে দাবি করলেন যাদবপুর বিধানসভার বিধায়ক সুজন চক্রবর্তী। দিল্লিতে গিয়ে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ সম্পর্কে মন্তব্য করাকে তিনি তীব্র সমালোচনা করেছেন। {ads}
পশ্চিমবঙ্গের রাজ্যপাল রাজধানীতে গিয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে রাজ্যের ভালো খারাপ নানান দিক তুলে ধরেছেন। তার এই কাজকেই ধিক্কার জানালেন বি্রোধী দলের নেতা আব্দুল মান্নান এবং সি পি আই এম এর নেতা সুজন চক্রবর্তী। তার মতে, রাজ্যপালের পদটি একটি সাংবিধানিক পদ, তাই একজন রাজ্যপালের এই কাজ অত্যন্তই নিন্দাজনক বলে মনে করেন তিনি।
তিনি জানিয়েছেন, করোনা  নিয়ে যে সমস্ত তথ্য দেওয়া হচ্ছে তা বেশিরভাগই বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশেষজ্ঞ, মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রী যে রিপোর্ট আদান প্রদান করেছেন, তারা প্রত্যেকেই একে অপরের রিপোর্টকে খারিজ করছেন। সুজন বাবু আরও মন্তব্য করেন, রাজ্যপালের এই কাজ অনৈতিক। অন্যদিকে, রাজ্য সরকার প্রতিনিয়ত যে কাজ করে চলেছে তার মধ্যেও সততার অভাব রয়েছে। {ads}
 

Governor TMC CPIM Opposition leader West Bengal

Last Updated :