header banner

উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের শুভেচ্ছা, তৃণমূলের উদ্যোগে করা হল ফ্রি বিশেষ টোটোর ব্যবস্থা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: আজ থেকে রাজ্যে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই উপলক্ষ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিধায়কের। যুব তৃণমূলের উদ্যোগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হাওড়ায় ফ্রি টোটো'র ব্যবস্থা হাওড়ায়। বেলুড় উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রের সামনে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের এদিন শুভেচ্ছা জানান বিধায়ক ডা: রানা চ্যাটার্জী, যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র, প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক প্রমুখ।

{link}

এই প্রসঙ্গে তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্র বলেন, পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য আমরা প্রতিবছরই বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকি। এ বছরেও ঠান্ডা পানীয় জল এবং হাতে গোলাপ ফুল দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়েছে। এর পাশাপাশি আমরা বিভিন্ন স্টেশনে টোটো স্ট্যান্ড থেকে পরীক্ষাকেন্দ্র পর্যন্ত ছাত্রছাত্রীদের ফ্রি টোটো সার্ভিস এর ব্যবস্থা করেছি। আমাদের যুব কর্মীরা প্রস্তুত আছে যদি কোন ছাত্রছাত্রী পরীক্ষা দিতে এসে কোনরকম অসুবিধেয় পড়েন। তার পাশে আমরা দাঁড়াবো। পুলিশ প্রশাসন, ট্রাফিক সকলেই এগিয়ে এসেছেন। ট্রাফিক জ্যাম যাতে না হয় সমস্ত দিক পুলিশ খতিয়ে দেখছে। বালির বিধায়ক রানা চ্যাটার্জি বলেন, আমরা প্রতিবছরই এই ধরনের ব্যবস্থা নিয়ে থাকি। এ বছরেও তার অন্যথা হয়নি। পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সব ব্যবস্থা যাতে ঠিকঠাক থাকে তাই দেখতে এসেছি। আমাদের কর্মীরা প্রস্তুত রয়েছেন। মহিলা কর্মীরা প্রস্তুত রয়েছেন। যদি কেউ বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে আসেন বা কোনওরকম পরীক্ষা দিতে এসে অসুবিধা পড়েন আমরা সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করব। 

{ads}

news HS exam Trinamool Congress West Bengal সংবাদ

Last Updated :