header banner

Calcutta High Court: গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল হবে ক্যামাক স্ট্রিটেই, জানালো আদালত

article banner

Calcutta High Court: ফের একবার কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল রাজ্যের। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত খারিজ করে দিলেন রাজ্যের আর্জি। আদালত জানিয়ে দিল, ক্যামাক স্ট্রিট দিয়েই যাবে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল। বিচারপতি সেনগুপ্তর পর্যবেক্ষণ, ক্যামাক স্ট্রিটে কোনও স্কুল নেই। এটা কোনও ধর্না কর্মসূচিও নয়। একটা মিছিল রাস্তা দিয়ে চলে যাবে। তিনি বলেন, ক্যামাক স্ট্রিটে মিছিল হলে অসুবিধা কোথায়? আপনাদের আবেদন মতো কালীঘাট এলাকায় অনুমতি দেওয়া হয়নি। তার পরে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি গ্রহণযোগ্য বলে মনে করছে না আদালত। তিনি বলেন, ওই এলাকায় চাকরিপ্রার্থীদের মিছিল থামবে না এটা বলতে পারি। কিন্তু মিছিল হবেই। আদালতের নির্দেশ, চাকরিপ্রার্থীদের মিছিলের জন্য স্পেশাল চ্যানেল করতে হবে। স্কুল পড়ুয়ারা যাতে আটকে না পড়ে, তা নিশ্চিত করতে হবে। এই ক্যামাক স্ট্রিটে রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। রাজনৈতিক মহলের একাংশের মতে, সেই কারণেই ওই এলাকায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল খারিজের আর্জি জানিয়েছিল রাজ্য।

{link}

ঘটনাচক্রে, ক্যামাক স্ট্রিটে রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। সেই কারণেই কি ওই এলাকায় মিছিলে আপত্তি জানিয়েছিল রাজ্য? মামলাকারীদের আইনজীবী ছিলেন কৌস্তুভ বাগচী এবং প্রীতি কর। কৌস্তুভ বলেন, ‘‘পুলিশের আবেদন মেনেই আমরা কালীঘাট এলাকায় মিছিল করিনি। পরে রুট বদল করা হয়। আদালতের অনুমতি নিয়ে ক্যামাক স্ট্রিটে মিছিলের প্রস্তুতি করেছিলাম। শেষ মুহূর্তে স্কুলপড়ুয়াদের কথা বলে অজুহাত দেখাচ্ছে রাজ্য। কোনও এক জনের অফিস রয়েছে ওই এলাকায় (ক্যামাক স্ট্রিট)। তাঁর অসুবিধার কারণেই কি আদালতে আপত্তি জানায় রাজ্য? আদালত রাজ্যের আবেদন আমল দেয়নি। শান্তিপূর্ণ ভাবেই আমরা মিছিল করব।’’
{ads}

news Calcutta High Court News Group D Kolkata Protest West Bengal

Last Updated :