header banner

Mehul Choksi : গ্রেফতার গুজরাটের হীরে ব্যবসায়ী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারতের প্রতারনার ইতিহাসে ইতিমধ্যে নাম তুলে খবরের শিরোনামে এসেছেন গুজরাটের (Gujarat) এই হীরে ব্যবসায়ী মেহুল চোকসি (Mehul Choksi)। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে দেশ ছেড়ে পালিয়েছিলেন। অবশেষে বেলজিয়ামে গ্রেফতার হলেন তিনি। ভারত সরকারের তরফে পলাতক অপরাধী হিসেবে ঘোষিত চোকসিকে দেশে ফেরাতে উদ্যোগী হয় কেন্দ্র।

{link}

বেলজিয়াম (Belgium) সরকারকে এনিয়ে আবেদনও জানানো হয় ভারতের তরফে। সেই আবেদনে সাড়া দিয়ে অবশেষে মেহুল চোকসিকে গ্রেফতার করল পুলিশ। চোকসির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছিল মুম্বইয়ের আদালত। তাঁকে দেশে ফেরাতে সরকারকে আবেদন জানিয়েছিল সিবিআই ও ইডি। চোকসির গ্রেফতারি প্রসঙ্গে বেলজিয়াম সরকারের পররাষ্ট্র বিষয়ক দফতরের মুখপাত্র তথা সোশ্যাল মিডিয়া সার্ভিসের প্রধান ডেভিড জর্ডনস জানান, চোকসির গ্রেফতারি ও তাঁর অপরাধ সংক্রান্ত মামলা বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

{link}

সরকার গোটা অপরাধ সম্পর্কে অবগত রয়েছে। সূত্রের খবর, গত শুক্রবার ১১ এপ্রিল মেহুল চোকসিকে গ্রেফতার করে বেলজিয়ামের পুলিশ। বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে স্ত্রী প্রীতি চোকসির সঙ্গে থাকছিলেন মেহুল চোকসি। সেখানের নাগরিকত্ব পাওয়ারও চেষ্টা করেছেন মেহুল চোকসি। তাঁর স্ত্রী বেলজিয়ামেরই নাগরিক। রেসিডেন্সি কার্ডও সেখানে পেয়েছেন তারা। এর আগে কখনও অ্যান্টিগুয়া, কখনও বারবুডায় মেহুল চোকসি গা ঢাকা দিয়েছিল বলে খবর উঠে আসে। এবার তাকে ভারতে ফিরতেই হচ্ছে।

{ads}

News Breaking news Mehul Choksi arrested সংবাদ

Last Updated :