header banner

বাংলাকে গুজরাট বানাবোই , দিলীপ

article banner

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে  ততোই জটিলতা বৃদ্ধি পাচ্ছে  রাজ্য ও রাজনীতির ।আবার ভবিষ্যতের চিত্রকে আত্মবিশ্বাসের সঙ্গে আঁকলেন রাজ্য  বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । 
আজ প্রাতঃভ্রমনে  চা চক্রে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন তৃণমূলে ডিজাস্টার ম্যানেজমেন্ট শুরু হয়েছে। তাঁরা এখন ভাঙন ঠেকাতে মরিয়া। শুধু তাই নয় এই ডিসেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে। এই মাসেই দুধ- জল সব আলাদা হয়ে যাবে। তৃণমূল দলটাই আর থাকবে না।

 
 মেদিনীপুরে সভা প্রসঙ্গে বলেন, মানুষ অনেক আশা করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। কিন্তু জঙ্গলমহলে কোনো উন্নতিই ঘটেনি।মানুষ হতাশ হয়েছেন , তাই মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এখন জঙ্গলমহলে পড়ে থাকলেও কিছু হবে না। এছাড়াও তৃণমূলে ভাঙন প্রসঙ্গে তিনি বলেন তৃণমূলের কোনো ক্ষমতাই নেই কাউকে বহিস্কার করার। 
গুজরাট মডেল প্রসঙ্গে তিনি বলেন গুজরাটে শিল্প হয়েছে, শিক্ষা হয়েছে, উন্নতি হয়েছে।সংখ্যালঘুরাও আজ সুরক্ষিত । তাই বাংলাকে গুজরাট বানাবোই ।{ads}
 

Gujrat West Bengal Election2021 Dilip Ghosh BJP

Last Updated :