header banner

ডেঙ্গু মোকাবিলায় পুজোর মধ্যেই ১০ দফা অ্যাকশন প্ল্যান চালু করতে চলেছে হাওড়া পুরনিগম

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়া পুরসভা এলাকায় ক্রমেই ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। এবার ডেঙ্গু মোকাবিলায় পুজোর মধ্যেই ১০ দফা অ্যাকশন প্ল্যান চালু করছে পুরনিগম কর্তৃপক্ষ। আগামী তিন সপ্তাহ শহর জুড়ে চালানো হবে স্পেশাল ম্যাসিভ ড্রাইভ। সোমবার বিকেলে পুরভবনে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধের জন্য বিভিন্ন পদক্ষেপের সঙ্গে এদিন ১০ দফা অ্যাকসন প্ল্যান তৈরি করা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য ২ থেকে ৩ সপ্তাহ স্পেশাল ড্রাইভ দেওয়া হবে। বাইরে থেকে ৮ জন যারা রক্ত সংগ্রহ করবেন (ফ্লেবোটমিস্ট) তাঁদের নেওয়া হচ্ছে। তাঁরা বিভিন্ন জায়গা থেকে রক্ত সংগ্রহ করবেন যাতে নমুনা পরীক্ষা বাড়ানো যায়। কনজারভেন্সির যে টিম বর্তমানে কাজ করছেন এর বাইরে আরও ১০০ জনকে নেওয়া হচ্ছে। একটি বেসরকারী সংস্থা এদের পাঠাবে। এরা ১ মাস কাজ করবে। বরোভিত্তিক ফিভার  ক্যাম্প করা হচ্ছে। ১টা বরোতে প্রতি সপ্তাহে ৩ থেকে ৪টে ক্যাম্প করা হবে। মঙ্গলবার থেকে এই ক্যাম্প চালু হবে। এই ক্যাম্পে ফ্লেবোরমিস্টরা থাকবেন। তাঁরা রক্ত সংগ্রহ করে যাতে সঙ্গে সঙ্গে টেস্টিং হয়ে যায় সেই ব্যাপারটা দেখবেন।  

{link}
যারা হাল্কা জ্বর নিয়ে ক্লিনিকে আসছেন তাঁদের একটা টেস্টিং  করা ছাড়াও যারা পুরনিগমের স্বাস্থ্য কর্মী আছেন, যারা কনজারভেন্সির কর্মীরা কাজ করছেন তাঁদের উপসর্গ দেখা দিলেই টেস্টিং করে নেওয়া হবে। ৭টা বরোতে ৭ জন ডেপুটি ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে ডিস্ট্রিক্ট অফিস থেকে। এনারা পুরনিগমের সঙ্গে  সামঞ্জস্য রেখে কাজ করছেন। যারা ভেক্টর কন্ট্রোল মনিটরিং অফিসার (ভিসিএমও) যারা রয়েছেন এসের সঙ্গে প্রতিদিন ৩টে নাগাদ মিটিং করা হবে। তাঁদের কাছ থেকে জানা হবে হেলথ ওয়ার্কাররা কোথায় কোথায় ভিজিট করেছেন। কনজারভেন্সিকে কি রিপোর্ট দিয়েছেন এবং ওইদিন কনজারভেন্সি কি কাজ করেছে। ২০০ জন স্প্রে ম্যান নিয়োগ করা হয়েছে।  কেএমডিএ এর একটি বিশেষ ইঞ্জিয়ারিং দল ইনভলব করা হয়েছে যারা নির্দিষ্টভাবে বন্ধ বাড়ি এবং বন্ধ কারখানায় স্পেশাল ড্রাইভ দিচ্ছেন। টেরলিকলিং সিস্টেম করা হয়েছে। সেখানে যাদের ডেঙ্গু আক্রান্তদের ফোন করে তাঁদের কাছ থেকে রোগী সম্পর্কে জানা হবে। গত সপ্তাহ পর্যন্ত ডেঙ্গু কেস ছিল ৩৮২। ড্রোন সার্ভে করা যেতে পারে। কিছু জায়গায় ড্রোন সার্ভে করা হয়েছে। যদি অবস্থা ডিমান্ড করে তাহলে ড্রোন সার্ভেও করা হবে। সবমিলিয়ে বর্তমানে শহরজুড়ে ছড়িয়ে থাকা ডেঙ্গুর প্রকোপ কমাতে মরিয়া হাওড়া পুরসভা। 

{ads}

 

news Dengue HMC Howrah West Bengal সংবাদ

Last Updated :