হাওড়ার রামকৃষ্ণপুর কো-অপেরেটিভ বাঙ্কের কাছে একটি বাড়ির সামনে অবৈধ ভাবে দোকান লাগানো নিয়ে গতকাল রাতে তুমুল অশান্তির সৃষ্টি হয়েছে । বাড়ির গেটের সামনে অবৈধ ভাবে দোকান লাগায় এলাকার কয়েকজন যুবক , এলাকার সাধারণ মানুষ তীব্র প্রতিবাদ জানিয়েছিল দোকান লাগানোর ক্ষেত্রে । গতকাল রাতে ভারসাম্যহীন অবস্থায় মহিলাদের ওপর অশ্লীল আচরণ করে যুবকেরা এবং তাঁর সঙ্গে সঙ্গে গালিগালাজও করেন , শুধু তাই নয় বাড়ির মালিক যিনি একজন ক্যান্সার আক্রান্ত ব্যাক্তি তাঁকে মারধর শুরু করেন তাঁরা এতে তিনি গুরুতর ভাবে আক্রান্ত হন ।আক্রান্ত ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকার মানুষদের কথা অনুযায়ী কালীপূজার সময়থেকে কিছু পরিচিত লোকাল যুবক ও কিছু অপরিচিত যুবক বাড়ির নিচে গ্যারেজে গাড়ি রাখার নাম করে অনেক সমাজবিরুদ্ধ কাজ করে চলেছেন , এই ঘটনার পরিপেক্ষিতে সাধারণ মানুষ পুলিশের কাছে লিখিত দরখাস্ত দেন ।পুলিশ বলেছিলেন নজর রাখতে , কালকের ঘটনার পরে পুলিশ জানিয়েছেন এরপরে ঘটলে প্রশাসন তাঁর ব্যাবস্থা নেবে।
এই ঘটনার পরে এলাকার মানুষ ভীষণ আতঙ্কে , তাঁদের চিন্তায় কাটাতে হচ্ছে রোজ ।