header banner

HS Semester Result: ৩১ অক্টোবর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলপ্রকাশ! কীভাবে জানবেন? পড়ুন বিস্তারিত

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এই বছরই প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষায় সেমেস্টার সিস্টেম চালু হলো। স্বাভাবিক কারণেই যথেষ্ট উদ্বেগ পড়ুয়াদের মধ্যে। শুক্রবার বিকেলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ৩১ অক্টোবর তৃতীয় সেমেস্টারের ফলাফল ঘোষণা করা হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে ছাত্রছাত্রীরা নিজেদের পরীক্ষার ফল জানতে পারবেন। শুক্রবার একথা জানিয়েছে শিক্ষা সংসদ। তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হয়েছিল ৮ সেপ্টেম্বর। আর পরীক্ষা শেষ হয় ২২ সেপ্টেম্বর। ৬ লক্ষ ৬০ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেন। তৃতীয় এই সেমেস্টারের পরীক্ষা হয় ওএমআর শিটে। পরীক্ষা শেষের এক মাস ৯ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

{link} 

এদিন জানানো হয়, ৩১ অক্টোবর শিক্ষা সংসদ সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবে। তবে কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। দুপুর ১টা থেকে শিক্ষা সংসদের পোর্টাল এবং আরও কয়েকটি মিডিয়া পোর্টালে ফল জানা যাবে। এই প্রথমবার দুটো সেমেস্টারের নম্বর যোগ করে উচ্চমাধ্যমিক ফল প্রকাশ করা হবে। তৃতীয় সেমেস্টার ও চতুর্থ সেমেস্টারের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হবে। সেই জন্যই তৃতীয় সেমেস্টারে কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। চতুর্থ সেমেস্টারের পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা। তৃতীয় সেমেস্টারে কোনও বিষয়ে পরীক্ষা না দেওয়া পরীক্ষার্থীও চতুর্থ সেমেস্টারে বসার সুযোগ পাবেন।

{ads}

HS Result HS Exam Result HS Exam Result News HS Semester HS Semester System Bengali News News উচ্চমাধ্যমিক উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ

Last Updated :

Related Article

Latest Article