header banner

Habra : বৃষ্টিতে ভেঙে পড়েছে হাবরার নিকাশি ব্যবস্থা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মানুষের হয়রানির শেষ নেই। হাবড়া (Habra) অঞ্চলের নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। টানা বৃষ্টিতে জলমগ্ন হাবরা থানা চত্বর, দুর্ভোগে সাধারণ মানুষ থেকে পুলিশকর্মীরা। থানায় প্রবেশের একমাত্র রাস্তায় হাঁটু সমান জল। ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বিচার প্রার্থীদের। থানার কাজও সাময়িক ব্যাহত হয়।

{link}

জলমগ্ন রাস্তা পেরিয়েই থানায় ঢুকতে হচ্ছে। পুলিশের পাশাপাশি অভিযোগ জানাতে আসা সাধারণ মানুষদেরও পোহাতে হচ্ছে এই হয়রানি। হাবরা পৌরসভার ভাইস চেয়ারম্যান সিতাংশু দাস জানান, হাবরা শহরের একাধিক জায়গায় জল জমার খবর এসেছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় পাম্প বসিয়ে জল নিষ্কাশনের কাজ চলছে।

{link}

হাবরা থানার এলাকাটি তুলনামূলকভাবে নিচু হওয়ায় কিছুটা জল জমেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষাকালে নিয়মিত জল যন্ত্রণার ছবি দেখা যায় হাবরা থানার সামনে, অথচ স্থায়ী সমাধানে পৌরসভার কোন উদ্যোগ দেখা যায় না। এখন দেখার আদৌ প্রশাসনের বিষয়টি নিয়ে হুঁশ ফেরে কিনা।

{ads}

 

News Breaking News Habra সংবাদ

Last Updated :