নিজস্ব সংবাদদাতা, হাওড়া: রাজ্যে নিয়োগ দুর্নীতিতে কুন্তলের মুখে উঠে আসা রহস্যময়ী নারী। কুন্তলের দাবি তার অ্যাকাউন্টেই ঢুকতো সব টাকা। সাক্ষী গোপালের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম এবার প্রকাশ্যে এসেছে। অভিযুক্ত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ গতকালই দাবি করেছেন, নিয়োগ দুর্নীতির টাকা হৈমন্তীর অ্যাকাউন্টেই ঢুকেছে। সেই হৈমন্তীর বাপের বাড়ি হাওড়ার উত্তর বাকসাড়ায় কাটুরিয়া পাড়ায়। এখানে তিনি মাঝেমধ্যেই আসতেন বলে স্থানীয় সূত্রের খবর।
{link}
শুক্রবার সকালে তাঁর মা কে গিয়ে সংবাদমাধ্যম চাপ দেওয়ায় তিনি সংবাদমাধ্যমকে বলেন, মেয়ে মারা গেছে। তার সাথে আর কোন সম্পর্ক নেই। এই বলে দরজা বন্ধ করে দেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল গ্রেফতার হবার পর হাওড়ার হৈমন্তীর নামও উঠে আসে। জানা গেছে, তিনি গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী। আজ সকাল থেকে এই ঘটনা সংবাদমাধ্যমে চাউর হতেই হাওড়ার বাকসাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের হাওড়ার বাড়িতে থাকেন তাঁর বাবা-মা ও পরিবার। হৈমন্তীর মা সাংবাদিকদের বলেন, তাঁর জন্য তাঁর বড় মেয়ে মৃত। তিনি দুঃখপ্রকাশ করেছেন। এই গোপাল দলপতির সঙ্গে মেয়ের সম্পর্ক কোনওভাবেই পরিবার মেনে নেয়নি। হৈমন্তীর মা এও জানিয়েছেন, বেশ কয়েকদিন আগে তাঁর মেয়ে এখানে এসেছিলেন। তারপর আর যোগাযোগ হয়নি। হৈমন্তী পেশায় একজন মডেল। স্থানীয় প্রতিবেশীদের দাবী, এখানেই প্রায়সই বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে থাকত, যদিও সেই গাড়িতে করে কখন কে যেতে আসতেন সেই বিষয়ে তারা নিশ্চিতভাবে বলতে পারেননি। তবে ব্যাপারটি জানাজানি হতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সারা এলাকা জুড়ে।
{ads}