শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এমএ প্রথম বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করলো কোতোয়ালি থানার পুলিশ। মেদিনীপুর (Midnapore) শহর লাগোয়া কেরানীচটি এলাকায় একটি মেসে থাকতো ওই ছাত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম স্নেহা আদক, বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার বারহাট গ্রামে।
{link}
ভাদুতলা এলাকার একটি বেসরকারি কলেজের এমএ প্রথম বর্ষের ভূগোল এর ছাত্রী ছিল স্নেহা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ওই ছাত্রীর পরিবার থেকে একাধিকবার স্নেহাকে ফোন করা হলেও তার কোন উত্তর না পেয়ে মেস মালিককে জানায় স্নেহার পরিবার। মেস কর্তৃপক্ষ অন্যান্য আবাসিকদের কাছ থেকে স্নেহার খোঁজ করেন। পরে তারা জানতে পারেন রুমের মধ্যে রয়েছে স্নেহা, ভেতর থেকে লাগানো রয়েছে দরজা।
{link}
মেস কর্তৃপক্ষ দরজা খুলে দেখতে পায় ঝুলন্ত অবস্থায় রয়েছে স্নেহা। কোতোয়ালি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত বলে ঘোষণা করে তাকে। কি কারণে অস্বাভাবিক মৃত্যু তা খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ। পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
{ads}