header banner

পুণ্যস্নানে এসে হয়রানি, বাসস্টপে দীর্ঘক্ষনের অপেক্ষায় গঙ্গাসাগরে ক্ষোভ পূর্ণার্থীদের মধ্যে

article banner

সুদেষ্ণা মন্ডল , গঙ্গাসাগর:-  মকর সংক্রান্তিতে পুণ্য স্নান করতে পারল না কয়েক লক্ষ্য তীর্থযাত্রীরা। এছাড়াও সঠিক সময়ে পুণ্যস্নান লাভ করেও গঙ্গা সাগরে আটকে রইল বহু তীর্থযাত্রীরা। কার্যত ঘন্টার পর ঘন্টা গঙ্গাসাগরে বিভিন্ন বাস স্ট্যান্ড গুলিতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেলো লক্ষাধিক তীর্থযাত্রীদের। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণ ছিল। মাহেন্দ্রক্ষনে পুণ্য লাভের আশায় গঙ্গাসাগরে শুক্রবার থেকে তিল ধরনের জায়গা নেই। সরকারি হিসাব বলছে প্রায় ৪৫ লক্ষেরও বেশি মানুষ গঙ্গাসাগরে এসে উপস্থিত হয়েছেন। 

{link}
এবছর করোনা মহামারী ও কুম্ভ মেলা না থাকার কারণে জন্য রেকর্ড সংখ্যক মানুষের ভীড় হওয়ার সম্ভাবনা অনুমান করেছিল রাজ্য সরকার। রাজ্য সরকারের অনুমান সত্যি প্রমানিত করল শুক্রবার থেকে গঙ্গাসাগরে জনজোয়ার। আর রবিবার সকাল থেকেই ঘন কুয়াশার কারণে দৃশ্যমানবতার অভাবে বেশ কয়েক ঘন্টা কয়েক ঘন্টা বন্ধ হয়ে যায় কাকদ্বীপ লট নম্বর ৮  থেকে কচুবেড়িয়া পর্যন্ত ভেসেল। ভেসেল চলাচল না করার জন্য সমস্যায় পড়েন পুণ্যার্থীরা। গঙ্গাসাগরে বিভিন্ন বাস স্ট্যান্ড গুলিতে পূণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দীর্ঘক্ষণ ধরে ঘিরে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন বহু বৃদ্ধ পুণ্যার্থীরা।

{link}
ফলপ্রসূত কিছুক্ষণের মধ্যে ধৈর্য হারিয়ে ফেলেন পুণ্যার্থীরা। বিভিন্ন ফেরিঘাটে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা  পুণ্যার্থীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যে ঘটনা স্থলে এসে পৌঁছয় পুলিশ বাহিনী। পুলিশের সামনেও বিক্ষোভ দেখাতে শুরু করে পুণ্যার্থীরা। এর পাশাপাশি গঙ্গাসাগরের কে-১ বাসস্ট্যান্ডের কাছে দীর্ঘক্ষণ ধরে লাইনে থেকে বেশ কিছু পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়ে। গঙ্গাসাগরের কে ১ বাসস্ট্যান্ডের চরম বিশৃঙ্খলা তৈরি হয়। হঠাৎ করে কে ১ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটু বাসে অগ্নি সংযোগের নতুন ঘটনা ঘটে এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের মধ্যে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের দমকল আধিকারিকেরা বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় অবশেষে চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয় জেলা প্রশাসনের আধিকারিকেরা। গঙ্গাসাগরের মোক্ষ লাভের আশায় এসে কার্যত যন্ত্রনার সম্মুখীন হতে হয়েছে পুণ্যার্থীদের। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ,শনিবার ভোর থেকে রাজ্যে উধাও শীত, ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে গোটা বাংলা। ঘন কুয়াশার কারণে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় ফেরি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠু ও পরিবেশ বান্ধব মেলা হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে বদ্ধপরিকট রাজ্য সরকার। কিন্তু তার মধ্যেই আগত পূর্ণার্থীদের অসন্তোষ অপ্রস্তুতে ফেলেছে প্রশাসনকে। 
{ads}

news Gangasagar South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article