header banner

৪৭ টি ট্রেন ওঠা নিষিদ্ধ হকারদের, রেলের সিদ্ধান্তের প্রতিবাদে মিছিল হাওড়া স্টেশনে

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ৪৭ টি ট্রেনে হকার উঠতে দেওয়া হবে না, সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেল কতৃপক্ষের তরফে। এই ট্রেনগুলোতে বাংলা হকারদের জায়গায় নয়েডার একটি কোম্পানি খাবার বেচবে। রেল কতৃপক্ষের এই পদক্ষেপের প্রতিবাদে বুধবার সকালে মিছিল হাওড়ায়। জাতীয় বাংলা সম্মেলন এর হকার সংগঠন বঙ্গীয় হকার সম্মেললের পক্ষ থেকে বুধবার এই মিছিল করা হয়। হাওড়া স্টেশনের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহন করেন কয়েকশো হকার। 

{link}
তাদের বক্তব্য এটা হলো রেলে হকারি বন্ধ করার প্রথম ধাপ। এইভাবে ধাপে ধাপে রেল বাংলা রেল ক্ষেত্রগুলি বহিরাগত কোম্পানিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। রেল স্টেশন উন্নয়নের নামে রেল স্টেশন বেসরকারিকরণ বহুদিন আগে শুরু করেছে রেল। তাদের আরও প্রশ্ন, কেন রেলের দোকান থেকে শুরু করে প্রত্যেকটা টেন্ডার শুধু বহিরাগতরাই পায়? কেন IRCTCর কোনো দোকানে বাঙালি ছেলে-মেয়ে দেখতে পাওয়া যায় না? রেলের এই পদক্ষেপে বেজায় চটেছে বাংলার হকারেরা। তাদের সাফ দাবি, পূর্ব রেল যতই বহিরাগতকে বাংলা বেচেঁ দেওয়ার ধান্দা করুক, জাতীয় বাংলা সম্মেলন যতদিন আছে, প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে এর হিসেবে হবে। যতদিন বঙ্গীয় হকার সম্মেলন বাংলার মাটিতে আছে, একটিও হকারকে বঞ্চিত করা যাবে না।

{ads}

news Hawkers Howrah Station Eastern Railways West Bengal সংবাদ

Last Updated :