header banner

মালদহে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, আহত দু পক্ষের কমপক্ষে ৬ জন

article banner

নিজস্ব সংবাদদাতা, মালদা: মালদহে তৃণমূল বিজেপি সংঘর্ষ। আহত দুই পক্ষের কমপক্ষে ছয় জন। অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের ঝলঝলিয়া ডিআরএম বিল্ডিং চত্বর এলাকায়। জানা গেছে এই ঘটনায় উত্তর মালদার যুব মোর্চার সাধারণ সম্পাদক অসীম সরকার এবং বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি আহত হয়। তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনার কারনে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, আতঙ্কে রয়েছেন স্থানীয় এলাকাবাসী।

{link}

এই বিষয়ে যুব মোর্চার সভাপতি শুভঙ্কর চম্পটির অভিযোগ তারা ডি আর এম বিল্ডিং এ কথা বলতে যাওয়ার সময় আচমকাই স্থানীয় তৃণমূল কাউন্সিলরের গুন্ডাবাহিনী তাদের উপর হামলা করে। ঘটনায় আহত হয় তারা দুজন। অন্যদিকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর গৌতম দাসের অভিযোগ, গ্রাম থেকে গুন্ডাবাহিনী নিয়ে এসে তারা তাদের উপর হামলা করেছে। এই ঘটনায় তাদের চারজন কর্মী আহত হয়েছে। সম্পূর্ন ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। 

{ads}

news Maldah TMC BJP Clash West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article