header banner

নবান্নে চাকরীপ্রার্থীদের ডেপুটেশন জমা করা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, গ্রেফতার একাধিক

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ায় নবান্নে চাকরীপ্রার্থীদের ডেপুটেশন জমা করা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। চাকরিপ্রার্থীদের নবান্নে পৌঁছানোর আগেই পুলিশি হস্তক্ষেপে তুলে দেওয়া হয় প্রিজন ভ্যানে। কার্যত গ্রেফতার করা হয়েছে তাদের। কয়েক দফা দাবিতে রাজ্য সরকারের চতুর্থ শ্রেণির পদের কর্মপ্রার্থীরা বুধবার নবান্নে এক ডেপুটেশন কর্মসূচি নেন। এই নিয়ে পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেধে যায়। পুলিশ বেশ কয়েকজনকে আটক করে তুলে নিয়ে যায়। বিষয়টি নিয়ে বর্তমানে রাজ্যজুড়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।  

{link}
বুধবার শিবপুর কাজিপাড়ায় জমায়েত হন তাঁরা। চতুর্থ শ্রেণির কর্মচারীদের পাশাপাশি রাজ্য সরকারের অন্যান্য বিভাগেরও চাকরিপ্রার্থীরাও এদিন ডেপুটেশন দিতে কাজিপাড়ায় জমায়েত হয়েছিলেন। জানা গেছে, ২০১৭ সালে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠিত হয়। তার পর লিখিত ও মৌখিক পরীক্ষা হয়। ৬ হাজার শূন্যপদের মধ্যে ৫ হাজার ৪২২ জন পাশ করেন। কিন্তু তাঁদের কোথায়, কীভাবে নিয়োগ করা হয়েছে তা পাশ করা চাকরিপ্রার্থীরা সবাই এখনও জানেন না। অনেককেই বিভিন্ন দফতরে নিয়োগ করা হচ্ছে। কিন্তু অনেকেই পাশ করেও হাতে নিয়োগপত্র পাচ্ছেন না। তাই সঠিকভাবে নিয়োগের দাবিতেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে ডেপুটেশন কর্মসূচি নেন চাকরিপ্রার্থীরা। এই কর্মসূচি ঘিরে শিবপুর কাজিপাড়ায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। চাকরিপ্রার্থীরা ডেপুটেশন দিতে গেলে তাদের ব্যারিকেড করে বাধা দেয় পুলিশ। এই নিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেধে যায়। পরিস্থিতি মুহুর্তে উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পুলিশ কড়া ব্যবস্থা নেয়। আন্দোলনকারীদের আটক করে ভ্যানে তোলে। যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যদিওবা ঠিক কি কারনে তাদের ভ্যানে তোলা হয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি। 
{ads}

news Howrah TET protest Nabanna West Bengal সংবাদ

Last Updated :