নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বুধবার রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ উঠে পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে, একদিকে তৃণমূল নেত্রীর অনশন, সাথে রয়েছে শহীদ মিনারে অভিষেকের জনসভা। এর পাশাপাশি শ্যামবাজারে ছিল বিজেপির জনসভা। কলকাতার পার্ক সার্কাস পর্যন্ত বাম-কংগ্রেসের মিছিলও ছিল বটে। কিন্তু এইসবের মাঝেই হাওড়া উত্তপ্ত হয়ে উঠল DYFI-এর জেলা পরিষদ অভিযান কর্মসূচীকে ঘিরে। ডেপুটেশন জমা দেওয়া ও জেলা পরিষদ অভিযান কে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের তৈরি ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা।
{link}
মূলত ১০০ দিনের কাজের দুর্নীতির বিরুদ্ধে, আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে এবং শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবিতে লুটেরাদের পরিবর্তে জনগণের পঞ্চায়েত গড়তে বুধবার দুপুরে হাওড়া জেলা ডিআইএফআইয়ের তরফ থেকে হয় এই জেলা পরিষদ অভিযান কর্মসূচি। বুধবারের হাইভোল্টেজ এই লড়াইয়ে DYFI এর এই হাওড়া জেলা পরিষদ অভিযানে প্রায় হাজারেরও বেশি DYFI কর্মী সমর্থক মিছিলে অংশগ্রহণ করেছেন। তবে মিছিল আটকাতে জেলা পরিষদের সামনে পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন মীনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি সাহা সহ অন্যান্য বাম নেতৃবৃন্দ। এদিন DYFI এর মিছিল ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। DYFI এর কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি বেধে যায়। তবে ডেপুটেশন জমা না দেওয়া পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় বিক্ষোভকারীরা।
{ads}