header banner

বেলঘড়িয়ার সিনেমাহলের সামনে দ্য কেরেলা স্টোরি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি

article banner

নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যেই রাজ্য সহ দেশজুড়ে উত্তপ্ত পরিস্থিতি চলচ্চিত্র 'দ্য কেরেলা স্টোরি' কে নিয়ে। গতকালের রাজ্য সরকারের তরফে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল কেরালা স্টোরি নামক চলচ্চিত্রটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্দেশ দিয়েছেন তা বন্ধ করার। কিন্তু বেশ কয়েকটি সিনেমা হলে সেই নির্দেশিকা এসে না পৌঁছানো সকাল সকাল সেই সিনেমা হলের সামনে পৌঁছায় সিনেপ্রেমীরা। তেমনই একটি সিনেমা হল বেলঘড়িয়া স্টেশন সংলগ্ন রূপমন্দির সিনেমা হল। এদিন সকাল পর্যন্ত সেখানে কোনরকম নোটিশ আসেনি। সেকারণে বিজেপি সমর্থক কর্মী কয়েকজন সিনেপ্রেমী সিনেমা হলের সামনে পৌঁছান। সেই মুহূর্তে বেলঘড়িয়া থানার পুলিশ এসে পৌছায়। এমন মুহূর্তে সিনেমা হলে সিনেমা বন্ধের নোটিশ পড়ে। দূরদূরান্ত থেকে আসা সিনেপ্রেমীরা এরপরে বিক্ষোভে সামিল হন। সিনেমা হলের গেট ভাঙার চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ লাঠি উঁচিয়ে তাদের দিকে এগিয়ে গিয়ে ভিড়কে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপরেই বিক্ষোভে সামিল হয় সিনেপ্রেমীরা।

{link}

প্রতিবাদকারীদের মধ্যে একজনের দাবী, এভাবে সিনেমা বন্ধ করে দেওয়া ঠিক নয়। সবার সিনেমাটি দেখা উচিত। মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ নিয়ে একদম ঠিক করেননি। এরপর প্রয়োজন পড়লে আমরা প্রজেক্টর এনে এই সিনেয়া দেখাবো। বর্তমানে এই সিনেমা নিয়ে রীতিমতো উত্তপ্ত রাজ্য রাজনীতি। 

{ads}

news The Kerela Story Belgharia West Bengal সংবাদ

Last Updated :