header banner

Dehradun : সহস্ত্রধারায় মেঘভাঙা বৃষ্টি, দুই নিখোঁজ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোমবার রাতে দেরাদুনের (Dehradun) সহস্ত্রধারায় মেঘভাঙা বৃষ্টি নেমে আসে। কাউকে কিছু বোঝার সুযোগ দেওয়ার আগেই ভাসতে শুরু করে অনেক কিছু। এরপরেই ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে। বাড়িঘর ও হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের নিখোঁজ থাকার খবরও পাওয়া যাচ্ছে।  যদিও জেলা প্রশাসনের উদ্ধার ও ত্রাণ কাজ  শুরু হয়েছে। এই ঘটনায় কিছু দোকান ভেসে গেছে। জেলা প্রশাসন রাতেই আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।

{link}

দুইজন নিখোঁজ বলে জানা গেছে, যাদের খোঁজ চলছে। ঘটনার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলা ম্যাজিস্ট্রেট সাভিন বনসাল দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় সাধন করেন এবং রাতেই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠান। জেসিবি এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে এসডিআরএফ, এনডিআরএফ এবং গণপূর্ত বিভাগ উদ্ধারকাজ চালাচ্ছে। দুর্যোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে, এসডিএম কুমকুম জোশী রাতে ঘটনাস্থলে পৌঁছান।

{link}

ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে, জেলা ম্যাজিস্ট্রেট দেরাদুনের প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছেন। দেরাদুনের আইটি পার্কে গভীর রাত থেকে প্রবল বৃষ্টিপাতের ফলে জল জমে থাকায় অনেক যানবাহন রাস্তায় খেলনার মতো ভাসতে দেখা গেছে। ঘটনার খবর পাওয়া মাত্রই SDRF এবং NDRF টিম ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল স্থানীয়দের নিরাপদ স্থানে নিয়ে যায়। ত্রাণ ও উদ্ধার কাজের জন্য JCB সহ ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। নিখোঁজ দুই ব্যক্তির সন্ধানে যুদ্ধকালীন তৎপরতা চলছে।

{ads}

 

News Breaking News Dehradun সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article