header banner

Nepal : ভারী বৃষ্টি এবং ধসের জেরে বিপর্যয় নেপালে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারী বৃষ্টি এবং ধসের জেরে বিপর্যয় নেপালে (Nepal)। রাস্তা থেকে ছিটকে গিয়ে খরস্রোতা ত্রিশূলি (Trishuli) নদীতে গিয়ে পড়ল দু’টি যাত্রীবোঝাই বাস। শুক্রবার সকালের এই ঘটনায় দু’টি বাস মিলিয়ে নিখোঁজ ৬৩ জন যাত্রী। নিখোঁজদের মধ্যে রয়েছেন সাত জন ভারতীয়ও। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল (Pushpa Kamal Dahal) ওরফে প্রচণ্ড প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।

{link}

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সেই সময় নেপালের চিতওয়ান জেলার মদন-আশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল দু’টি বাস। রাস্তায় হঠাৎ ধস নামে। দু’টি বাস ছিটকে গিয়ে পড়ে পাশ দিয়ে বয়ে চলা ত্রিশূলি নদীতে। ভেসে যান যাত্রীদের প্রায় সকলেই। গত কয়েক দিন ধরেই নেপালের বড় অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাস্তায় ধস নামার ঘটনাও ঘটেছে।

{link}

 

চিতওয়ান জেলার মুখ্য প্রশাসনিক আধিকারিক ইন্দ্রদেব যাদব সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “বাসগুলি যখন রাস্তা ধরে এগোচ্ছিল, সেই সময়েই ধস নামতে শুরু করে। মুহূর্তের মধ্যে দু’টি বাসই নদীতে গিয়ে পড়ে।” জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, দু’টি বাসে চালক-সহ মোট ৬৩ জন যাত্রী ছিলেন। দু’টি বাসই নেপালের রাজধানী কাঠমান্ডুর (Kathmandu) দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান জেলা প্রশাসনের আধিকারিকেরা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ (rescue)।

{ads}

News Breaking News Nepal Trishuli Pushpa Kamal Dahal PM Monsoon Rain Kathmandu Capital Bus Accident landslides সংবাদ collapsed

Last Updated :