header banner

একে তো চুরি, তার ওপর আবার বাটপারি

বায়ুদূষণের কথা মাথায় রেখে ৫ই নভেম্বর, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট আতশবাজির ওপর নিষেধাজ্ঞা জারি করে। কোর্টের এই সিদ্ধান্তে একদিকে যেমন খুশি হয়েছেন রাজ্যের অধিকাংশ মানুষ, অন্যদিকে হতাশা চোখে পড়ছে আতশবাজি কারিগরদের চোখে। এই পরিস্থিতির মধ্যেই হাওড়া জেলার বেলুড়ে ঘটে গেল একটি চাঞ্চল্যকর ঘটনা। বেআইনি ভাবে আতশবাজি পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হল ছয় অভিযুক্তকে। {ads}
পুলিশী সূত্রের খবর, অভিযুক্তরা আগে থেকেই বেআইনি ভাবে প্রচুর বাজি মজুত করে রেখেছিল। সেই মজুত বাজিরই কিছুটা উদ্ধার করে বালি থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করার সময় আঘাত করা হয় পাঁচ পুলিশকর্মীকে। গুরুতর আহত অবস্থায় তাদের ভর্তি করা হয় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে।
বেআইনি ভাবে আতশবাজি মজুত এবং পুলিশের ওপর হামলার অভিযোগ সহ অভিযুক্তদের ওপর একাধিক মামলা রজু করা হয়। আজ হাওড়া আদালতে প্রস্তুত করা হবে তাদের। তবে আশা করা যায় পরবর্তী সময়ে নতুন কিছু তথ্য পাওয়া যেতে পারে। {ads}
 

High Court ban on Fire crackers law break Belur West Bengal

Last Updated :