header banner

Madrasa Result 2025 : প্রকাশিত হলো হাই মাদ্রাসার ফল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রকাশিত হাই মাদ্রাসা পরীক্ষার (Madrasa Result 2025) ফলাফল। মেধা তালিকায় প্রথম দশটি স্থানে ১৫ জন। রাজ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় থেকে অষ্টম স্থান পর্যন্ত একচেটিয়া স্থান দখল মালদহেরই (Maldah)। মেধা তালিকার প্রথম পাঁচটি স্থানই শুধু ছাত্রীদেরই দখলে। ষষ্ঠ স্থান সহ মেধা তালিকায় মাত্র তিনজন ছাত্র। বাকি সব আসনই মেয়েদের দখলে। 

{link}

রাজ্যে যুগ্ম প্রথম মালদহের ভগবানপুর হাই মাদ্রাসার ফাহমিদা ইয়াসমিন এবং বটতলা আদর্শ হাই মাদ্রাসার সাহিদা পারভিন। প্রাপ্ত নম্বর ৭৮০/ ৮০০। 
দ্বিতীয় স্থানে ইসলাম সাগর হাই মাদ্রাসার সামশুন নেহার (৭৭৬/৮০০)। তৃতীয় স্থানে মহম্মদিয়া হাই মাদ্রাসার আলিফনুর খাতুন (৭৭২)।

{link}

প্রসঙ্গত মাদ্রাসা পর্ষদের তরফে জানানো হয়েছে, মাদ্রাসার তিনটি স্তরের (হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল) পরীক্ষা মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ৬৫,০০০-র সামান্য বেশি ছিল। যা গতবারের থেকে ৩,০০০-র মতো বেশি। আবার ২০২৫ সালে আলিম পরীক্ষার জন্য নাম নথিভুক্ত ছিল ১২,৫০৩ জনের। হাই-মাদ্রাসা এবং ফাজিলের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭,৩৭৬ এবং ৫,১২৫।

{ads}

News Breaking News Madrasa Result 2025 সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article