header banner

শ্যামনগরের কেউটিয়ায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার, গ্রেফতার ৩

article banner

নিজস্ব সংবাদদাতা, ব্যরাকপুর: বুধবার রাতে বাসুদেবপুর থানার পুলিশ ও কলকাতা পুলিশের বিশেষ এসটিএফ টিমের বিশেষ অভিযানে গ্রফতার তিন। তাদের গ্রেফতার করা হয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক আদান-প্রদান এবং বিক্রির করার অভিযোগে। অভিযুক্তরা হলেন নরেশ চৌধুরী( ৪০), উমেশ কুমার রায় (৬২) ও শংকর পাল(২৮)। ধৃতদের মধ্যে প্রথম দুজন কাকিনারা সুকান্তপল্লীর বাসিন্দা, এবং তৃতীয়জন কেউটিয়া বাজার পাড়ার বাসিন্দা। শ্যামনগর কেউটিয়া এলাকা থেকে ৩ অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয় পঞ্চাশ কেজি পটাশিয়াম নাইট্রেট এবং ৫০ কেজি আর্সেনিক সালফেট।  মূলত উচ্চক্ষমতা সম্পন্ন এইগুলি ব্যবহার করা হয় বিস্ফোরক বানানোর জন্য। এদের বিরুদ্ধে স্পেশাল কেস দেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। 

{link}
পুলিশ সূত্রে খবর, কি কারনে এই বিপুল পরিমাণ বিস্ফোরক তারা মজুত করেছিল সেই বিষয়ে তদন্ত চালাছে এসটিএফের বিশাল টিম। এর সাথে আর কি বা কারা যুক্ত সেই বিষয়ে খোঁজ চালাচ্ছেন তারা। মজুত করা বিপুল পরিমাণ বিস্ফোরক কোথাও পাচার করা হচ্ছিলো কিনা সে বিষয়েও খোঁজখবর শুরু করেছেন তদন্তকারীরা। এই তিনজনের কোন বড়ো র‍্যাকেটের সাথে বা অনৈতিক কাজকর্মের সাথে যোগাযোগ আছে কি না, তাই দেখার বিষয়। 
{ads}

news Shyamnagar Keutia Police explosives STF সংবাদ

Last Updated :