header banner

HS Exam : স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ উচ্চমাধ্যমিক বোর্ডের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Exam) নিয়মে বড়সড় বদল। এবার থেকে উত্তরপত্রে নাম লিখতে হবে না পরীক্ষার্থীদের নাম লিখতে হবে না। শুধুই রোল নম্বর লিখতে হবে। পরীক্ষার্থীদের (Student) পরিচয় যাতে প্রকাশ না হয়, তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। এবার থেকে আর পরীক্ষকরা জানতে পারবেন না যে কার পরীক্ষার খাতা দেখছেন। আসন্ন সেমিস্টার থেকে কার্যকর হবে নিয়ম। কিন্তু কি সেই নিয়ম?

{link}

পরীক্ষার্থীদের দেওয়া হবে ওএমআর শিট (OMR sheet)। সেই ওএমআর শিটে পরীক্ষার্থীদের রোল নম্বর লিখতে হবে এছড়াও পূর্ণ স্বাক্ষর করতে হবে । উত্তর পত্রে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে এবং প্রশ্ন পত্রের সিরিয়াল নম্বর লিখতে হবে। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনার উদ্দেশেই এই ব্যবস্থা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে এই প্রথমবার এই নিয়ম চালু হল।

{link}

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “পরীক্ষার্থীর নাম প্রকাশ্যে আসা উচিত নয়। সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই নিয়মই মানা হয়। আমরা প্রথম উচ্চ মাধ্যমিক স্তরে এই প্রথা চালু করলাম। দ্বিতীয় ও চতুর্থ দু’টি সেমিস্টারে কোনও উত্তরপত্রে নাম লিখতে হবে না।’’

{ads}

News Breaking News HS Exam সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article