header banner

Ilish : পুজোর মুখে বাঙালির জন্য ইলিশের উপহার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : নানা টালবাহানার পরে অবশেষে পেট্রাপোল (Petrapol) দিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে পদ্মার ইলিশ। পুজোর আগে খুশি বাঙালি। পুজোর আগে ইলিশ (Ilish) উপহার বাংলাদেশের (Bangladesh)। বুধবার পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এবং পেট্রাপোল বন্দরের এলপিএআই ম্যানেজার পেটি খুলে দেখালেন ইলিশ।

{link}

জানা গিয়েছে, গতকাল রাতেই পেট্রাপোল বন্দর দিয়ে তিনটি ট্রাকে করে বারো টন ইলিশ ঢুকেছিল ভারতে। পরবর্তীতে আরো পাঁচটি ট্রাক এ ২৫ টন ইলিশ ঢুকেছে বলেই পেট্রাপোল বন্দর সূত্রে খবর। এরপর সেই ইলিশ বৃহস্পতিবার কলকাতা এবং হাওড়ার বাজারের পৌঁছয়। খুচরো মাছ ব্যবসায়ীরা ইলিশ মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেয়। বৃহস্পতিবার প্রথমে ইলিশের গাড়ি গুলিতে ২৪০ মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত পেরিয়ে হাওড়ার মাছ বাজারে আসে।

{link}

মোটামুটি ৮০০ গ্রাম থেকে দেড় কেজি সাইজের রুপোলি শস্য দেখে খুশিতে মন ভরে উঠেছে ইলিশপ্ৰিয় বাঙালির। এই মাছ বাজারে নিলামে দাম ওঠার পর খুচরো বাজারে বিক্রি হবে। খুচরো বাজারে এর দাম পড়বে কত কিলোগ্রাম মাছের ওজন তার উপর ভিত্তি করে। এ দিকে, পুজোর মুখে পদ্মার ইলিশের আগমনে খুশি ভোজনরসিক বাঙালি। জানা যাচ্ছে, হাওড়ার পাইকারি মাছ বাজারে বাংলাদেশের পদ্মার ইলিশ হাজার ১৮০০ থেকে ২০০০ টাকা কিলোগ্রাম বিক্রি হচ্ছে। ফলে এই মাছ কলকাতা সহ শহরতলীর বিভিন্ন খুচরো মাছ বাজারে আনুমানিক ২২০০ থেকে ২৫০০ টাকা কিলোগ্রাম বিক্রি হবে। ফলে ভজন রসিক বাঙালির পাতে চড়া দামেই এই ইলিশ পড়বে এমনটাই মনে করা হচ্ছে।

{ads}

 

News Breaking News Petrapol Ilish সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article