শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ইলিশ (Ilish) প্ৰিয় বাঙালির কাছে সুখবর। আজই পেট্রাপোল বন্দর (Petrapole Border) দিয়ে পশ্চিমবঙ্গে আসছে বিপুল পরিমানে ইলিশ। পুজোর আগে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। কেজি প্রতি ন্যূনতম মূল্য পড়ছে ১২.৫ মার্কিন ডলার অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় তাঁর দাম দাঁড়াচ্ছে ১৫২৫ টাকা। শোনা যাচ্ছে,যাসবকিছু ঠিকঠাক থাকলে সোমবার থেকে পেট্রাপোল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে পারে ইলিশ ভর্তি ট্রাক।
{link}
ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ জানিয়েছেন, 'পুজোর আগে ইলিশ রফতানিতে বাংলাদেশ সরকার অনুমতি দেওয়ায় আমরা খুশি। এবারে পুজো এগিয়ে আশায় আশা করছি খুব শীঘ্রই ইলিশ আসতে শুরু করবে।' এদিকে বাংলাদেশের বাজারে ইলিশ যখন আমজনতার ক্রয়ক্ষমতার বাইরে, সাধারণ মানুষ যখন চড়া দামের কারণে পাতে ইলিশ তুলতে পারছেন না, তখন ভারতে তুলনামূলক কম দামে ইলিশ পাঠানো নিয়ে সেদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা ও সমালোচনা।
{link}
অনেকে বলছেন, দেশের বাজারে ইলিশের যে দাম তার চেয়ে কম দামে ভারতে ইলিশ পাঠাচ্ছে সরকার। যা মোটেই কাম্য নয়। যদিও বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের দাবি, এবার তুলনামূলক বেশি দামে ইলিশ পাঠানো হচ্ছে ভারতে। দুর্গাপুজোয় ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে তিনি বলেন, আমরা বারবারই বলেছি, দেশের চাহিদা সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেশী হিসেবে ভারতের অনুরোধে কিছু ইলিশ পাঠাতে হচ্ছে। তবে এবার চাহিদার তুলনায় অনেক কম এবং বেশি দামে ইলিশ পাঠানো হচ্ছে।
{ads}