header banner

Nagendrabazar : বাঙালীর পাতে পড়তে চলেছে ইলিশ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  মাছে ভাতে বাঙালীর পাতে পড়তে চলেছে ইলিশ (Ilish)। মরসুমের শুরুতেই ডায়মন্ডহারবার নগেন্দ্র বাজারে (Nagendrabazar) ঢুকলো তিন টন ইলিশ। দু মাস ফিশিং বন্ধ থাকার পর ১৫ জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যান মৎস্যজীবীরা। মুখে চওড়া হাসি মৎস্যজীবী থেকে আড়ৎদারদের।  

{link}

গত দু'দিনে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে প্রায় ৮০ টন ইলিশ ঢুকেছে বলে জানা গিয়েছে। শুক্রবার রাত পর্যন্ত ডায়মন্ডহারবার নগেন্দ্র বাজার মাছ আড়তে প্রায় তিন টন ইলিশ ঢুকেছে বলে জানানো হয় নগেন্দ্রবাজার মৎস্য আড়তদার সমিতির পক্ষ থেকে। পাশাপাশি মৎস্য আড়তদার  সমিতির সম্পাদক জগন্নাথ সরকার বলেন, মরশুমের শুরুতেই জালে ইলিশ দেখা দিয়েছে। পরিমাণে কম হলেও ইলিশের সাইজ বেশ ভালো।

{link}

দুমাস মাছ ধরা বন্ধ থাকার কারণে ভালো সাইজের ইলিশ ধরা পড়ছে। তবে অন্যান্য বছরের থেকে এবছর জালে ইলিশ পড়বে বলে আশাবাদী মৎস্যজীবি থেকে আড়তদাররা। জালে ইলিশ পড়লেই মধ্যবিত্তের নাগালে আসবে দাম। এখন বাজারে ১ কেজি ওজনের ইলিশের দাম ১৪০০ টাকা।

{ads}

 

News Breaking News West Bengal Bengali Fish Ilish Market Diamond Harbour Nagendrabazar Fish Market Howrah fisherman সংবাদ

Last Updated :