header banner

TMC : আবার আক্রান্ত অনুব্রত ঘনিষ্ঠ হীরা শেখ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ফের আক্রান্ত অনুব্রত (Anubrata Mondal) ঘনিষ্ঠ তৃণমূল নেতা। রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে বেধড়ক মারধরের অভিযোগ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। ফের বীরভূমে আক্রান্ত অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা হীরা শেখ (Hira Sheikh)।

{link}

তিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অভিযোগ, বুধবার রাতে বাইকে করে তার গ্রামের বাড়ি বোলপুর থানার সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের ঘিদহ গ্রামে ফেরার সময় বড়ডিহা তে রাস্তায় বাঁশ ফেলে রাস্তা আটকে হীরা শেখকে ব্যপক মারধর করে বলে অভিযোগ।

{link}

গুরুতরভাবে জখম অবস্থায় তৃণমূল নেতা হীরা শেখকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শারীরিক অবস্থার অবনতি হাওয়ায় পড়ে তাকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়েছে। সমগ্র ঘটনার তদন্তে বোলপুর থানার পুলিশ।

{ads}

News Breaking News TMC Anubrata Mondal Hira Sheikh সংবাদ

Last Updated :