header banner

সাতসকালে চার চাকা গাড়ি চালানো শিখতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার ডুমুরজলায়

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: সাত সকালে চার চাকা গাড়ি শিখতে গিয়ে ভয়ানক পথ দুর্ঘটনা হাওড়ার ডুমুরজলায়। সোমবার সকালে এক নাবালক কিশোর চার চাকা গাড়ি চালানো শিখতে গিয়ে ঘটায় এই কান্ড। নিয়ন্ত্রণ হারিয়ে তার বোলেরো গাড়ি সাত থেকে আট টি বাইক ধাক্কা মেরে গুঁড়িয়ে দেয়। পাশাপাশি প্রাতভ্রমণ কারীদেরও বেশ কয়েকজন আহত হয় বলে খবর। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফুটপাতের গাড়িটি ভেঙে যায় গাড়িটি। বরাত জোড়ে বড় রকমের পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় প্রতভ্রমন কারীরা। ঘটনাস্থলে পুলিশ এসে আটক করে দুজনকে। 

{link}
স্থানীয় প্রাতঃভ্রমনকারীদের অভিযোগ, এর আগেও বহুবার এহেন দুর্ঘটনা ঘটেছে এই একই এলাকায়। বেশ কয়েকজন প্রানও হারিয়েছেন। পুলিশ প্রশাসন কে জানানো হলেও, সেই ভাবে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। এখন মাঠও বন্ধ করে দেওয়া হয়েছে। বহু মানুষ এই এলাকায় হাঁটতে আসেন ভোরবেলা। এহেন দুর্ঘটনা ঘটতে থাকলে, তারা কিভাবে নির্ভয়ে প্রাতঃভ্রমণে আসবেন? সেই কারনেই এই ডুমুরজলা চত্বরে সম্পূর্নভাবে ভোরবেলা প্রাতভ্রমনের সময় গাড়ি শেখানো বন্ধ করার অনুরোধ জানিয়েছেন তারা। 
{ads}

news Accident Howrah Dumurjala West Bengal সংবাদ

Last Updated :