header banner

দিল্লি রোডের উপর ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া লরির ধাক্কায় মৃত ২

article banner

নিজস্ব সংবাদদাতা, হুগলী: দিল্লির রোডের উপর ভয়াবহ দুর্ঘটনা। লরির ধাক্কায় মৃত্যু ২ জনের। মৃতদের নাম শঙ্কর মালিক(৪২)ও জয়ন্ত মাঝি(৪৫)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতদের শ্রীরামপুরের একটি নিকটবর্তি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শ্রীরামপুর বাঙ্গিহাটিতে দিল্লীরোডে দুর্ঘটনাটি ঘটে। সোমবার সকালে বেপরোয়া একটি লরি নিয়ন্ত্রন হারিয়ে দিল্লী রোডের উপর পর পর কয়েকটি গাড়িতে ধাক্কা মারে। একটি চার চাকা গাড়ি, তিনটি বাইককে চাপা দিয়ে ইটের পাজায় গিয়ে আটকে যায় লরিটি। ডানকুনির দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল লরিটি। একজনের মৃতদেহ দীর্ঘক্ষন লরির চাকার তলায় থাকার পর তা উদ্ধার করে পুলিশ। 

{link}
দুর্ঘটনাটি ঘটার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে অবরোধ শুরু করে রাস্তায়। আবরোধের কারনে আটকে যায় যান চলাচল। ক্রেন নিয়ে লরি সরানোর চেষ্টা করে পুলিশ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এহেন দুর্ঘটনার কারন হিসেবে স্থানীয়দের অভিযোগ, সিভিক ভলেন্টিয়ারদের রীতিমতো বাড়াবাড়ি এবং দায়িত্বজ্ঞানহীনতার কারনেই এই সমস্ত দুর্ঘটনা ঘটছে। সেই কারনেই বিক্ষোভ। 
{ads}

news Delhi Road Accident West Bengal সংবাদ

Last Updated :