পূর্ব মেদিনীপুর: এগরা- ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামে অবৈধ বাজি কারখানায় মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল একাধিক মৃতদেহ ছিটকে পুকুরে ও রাস্তায় পড়ে। ঘটনায় ৫ জনের মৃত্যু খবর প্রাথমিক ভাবে পাওয়া গেলেও প্রত্যক্ষদর্শীদের মতে মৃতের সংখ্যা অনেক বেশি। এখনও পর্যন্ত আনুমানিক ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়। এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি হাসপাতালে গিয়ে আহতদের খবর নেন। যার বাড়িতে বিস্ফোরণ সেই কৃষ্ণপদ বাগ (ভানু) তৃণমূল সমর্থক বলে বিরোধীরা দাবি করেছে। বিরোধীদের বক্তব্য বক্তব্য বাজি নয়, বোম বাঁধা হয়েছিল। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
{link}
লিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে বাজি কারখানাটি সম্পূর্ণ ভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জখমদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে। এ নিয়ে প্রাথমিক ভাবে আনন্দবাজার অনলাইনকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ‘‘ওড়িশা সীমানা থেকে ২০ কিলোমিটার দূরে একটা বাড়িতে বিস্ফোরণ হয়েছে। সেখানে বাজি তৈরি হচ্ছিল। বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন চার জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। উদ্ধারকাজ এখনও চলছে।’’
{link}
এদিন ঘটনার খবর পাওয়ার পরেই গোটা ঘটনায় এনআইএ তদন্তের দাবী জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন সুকান্ত। পরে সেই চিঠির প্রতিলিপি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ারও করেন বিজেপির রাজ্য সভাপতি। তবে এই ঘটনা নজরে আসার পর মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে দাবী জানান, “আমি এনআইএ তদন্তের বিরোধীতা করছি না। তবে যে কালপ্রিট এই অবৈধ বাজি কারখানা চালাচ্ছিল, বা যে কালপ্রিটরা এদের সহযোগিতা করেছে তাঁদের যেন শাস্তি দেওয়া হয়”।
{ads}