header banner

Gobardhanpur : সুন্দরবনের দ্বীপে ভয়াবহ পরিস্থিতি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কয়েকদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল। তাই সত্য হয়ে উঠলো। সমুদ্রের জলে সত্যি সত্যি ভেসে গেল গোবর্ধনপুর (Gobardhanpur)। সুন্দরবনের (Sundarbans) প্রান্তিক দ্বীপ জি-প্লটের গোবর্ধনপুরে জলমগ্ন হয়ে গিয়েছে সমুদ্র তীরবর্তী গোবর্ধনপুর গ্রাম। জলমগ্ন ৫০টির বেশি বাড়ি।

{link}

মিষ্টি জলের পুকুর, ধান ও সব্জির ক্ষেতে সমুদ্রের নোনা জল ঢুকে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন স্থানীয়রা। গত তিন দশকে গোবর্ধনপুরে বর্তমানে ভেঙে যাওয়া বাঁধটি এই নিয়ে ছয় বার বাঁধ তৈরি হয়েছে। কিন্তু প্রকৃতির রোষে কোনটাই টেকেনি। বছর খানেক আগে কংক্রিটের বাঁধ ভেঙে যাওয়ার পর নতুন করে প্রায় ৪০ লক্ষ টাকা বরাদ্দ করে ভেঙে যাওয়া বাঁধের পিছনে মাটির রিং বাঁধ তৈরির কাজ চলছিল। প্রায় ৬০০ মিটার বাঁধ তৈরি শেষ হয়েছিল। বাকি অর্ধেকটা জমি অধিগ্রহণ করতে না পারায় কাজ শুরু করা যায়নি।

{link}

বাচ্চাদের নিয়ে এখনও অনেক বাসিন্দা জলবন্দি হয়ে রয়েছেন সেখানে। অনেকে উঁচু জায়গায় আশ্রয় নিলেও মিলছে না খাবার। ভাঙা বাঁধ মেরামত না হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা। বর্তমানে সেখানে সমুদ্রে ভয়ঙ্কর গর্জন হচ্ছে। পাথরপ্রতিমা ব্লকের এই দ্বীপের প্রায় ১২০০ মিটার বাঁধ বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাসে পুরোপুরি ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। সূত্রের খবর প্রায় ৯০০ মিটার রিং বাঁধ তৈরি করার সিদ্ধান্ত হয়েছিল পাথরপ্রতিমার গোবর্ধনপুরে।

{ads}

 

News Breaking News Gobardhanpur সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article