header banner

আবাস যোজনায় মেলেনি ঘর, তালিকায় নাম স্বচ্ছল ব্যাক্তিদের, বিক্ষোভ বঞ্চিত গ্রামবাসীদের

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন ২০২৩ এর আগে দেশের সকল মানুষকে নিজস্ব ঘর তৈরি করতে সাহায্য করবে। আবাস যোজনা নাম নেই বহু দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের। এবার আবাস যোজনার ঘর না পেয়ে বিক্ষোভে ফেটে পড়লো এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর মাদারাট গ্রাম পঞ্চায়েতে মসজিদ পাড়াতে। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আবাস যোজনার একটি ঘর পাওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে বারংবার জানানো হয়েছিল স্থানীয় প্রশাসন আশ্বাস দিয়েছিল ব্যবস্থা করবে কিন্তু ২০২২ সালে একটি তালিকা প্রকাশ হয় সেই তালিকায় দারিদ্র্যসীমা নিচে থাকা মানুষজনদের নাম নেই। এলাকাবাসীরা তারপরে ক্ষোভে ফেটে পরে। 

{link}

আরও অভিযোগ সেই তালিকায় নাম রয়েছে এলাকার সচ্ছল ব্যক্তিদের। এমন ব্যক্তিদেরও নাম রয়েছে যে সকল ব্যক্তিরা একাধিকবার আবাস যোজনার প্রকল্পের সুবিধা পেয়েছে। সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়ে বারংবার পঞ্চায়েত প্রধানকে বলেও কোনরকম সুরাহা হয়নি। অভিযোগ করছেন এলাকাবাসীরা। এই বিষয়ে মদারাট পঞ্চায়েত সদস্য রফিক মোল্লা জানান, ২০১৮-১৯ সালের একটি সার্ভারের সময় তালিকায় অসংখ্য ভুল পাওয়া গিয়েছে। তালিকাটি আমরা খতিয়ে দেখছি। যে সকল ব্যক্তিদের তালিকায় নাম রয়েছে তাদের সব তথ্য খতিয়ে দেখে তারপরেই বাড়ি তৈরি করার অনুমতি দেয়া হবে। আর কয়েকদিন পর পঞ্চায়েত ভোট আর পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েতের বঞ্চনার শিকার এলাকাবাসী। কবে ফিরবে সুদিন? কবেইবা প্রকৃত দারিদ্র সীমার নিচে থাকা মানুষেরা সুবিধা পাবে পঞ্চায়েতের কাছ থেকে? আদৌ মিলবে তো সুবিধা? সেটাই প্রশ্ন বঞ্চিতদের। 
{ads}

news South 24 Paragana West Bengal PM Awas Yojna সংবাদ

Last Updated :