সুদেষ্ণা মন্ডল, বারুইপুর: গোপন সূত্রে খবর পেয়ে পিয়ালী স্টেশন এলাকা থেকে বেআইনি মদ সহ এক গৃহবধূকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুপর্ণা ঘোষ। পিয়ালি থানা এলাকায় বাড়ি ওই গৃহবধূর। ধৃতের কাছ থেকে লক্ষাধিক টাকার বেআইনি বিলেতি মদ উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ। স্টেশনারি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ওই মহিলা তার দোকানে বেআইনি ভাবে মদ বিক্রি করছিল বলে অভিযোগ। তার দোকানে গিয়েই তাকে হাতেনাতে ধরেও ফেলেছে পুলিশ। দোকান থেকেই উদ্ধার হয়েছে দেশি ও বিদেশী বিপুল পরিমান মদ।
{link}
বারুইপুর থানার পিসি অফিসার রনি সরকারের টিম মঙ্গলবার রাতে হানা দেয় পিয়ালি স্টেশন এলাকায়। সেখানেই মুদি দোকান থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমানে বিলেতি মদ।যার বাজার মূল্য লক্ষিধিক টাকা। পুলিশ সুত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই পিয়ালী এলাকা থেকে অভিযোগ আসছিল, এলাকায় বেইনি ভাবে বিদেশি মদ বিক্রি হচ্ছে। এর পরেই পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে ওই গৃহবধূ কে। প্রাথমিকভাবে অনুমান আগামী দোল উৎসবে বিক্রির জন্য এই বিপুল পরিমানে বিলেতি মদ মজুত করেছিল সে। বুধবার ধৃতকে বারুইপুর আদালতে তোলা হয়। কোথা থেকে সেই মদ নিয়ে এসে বিক্রি করা হত, তা তদন্ত করে দেখছে পুলিশ।
{ads}