header banner

Gutkhaman : গুটখা খেলে কিভাবে ক্যানসার হয়?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শহিদই বটে! গুটখার (Gutkha) মতো ‘অষ্টমাশ্চর্য’ বস্তুটি প্রতিদিন প্রাণ কাড়ছে। কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে, ভয়াবহ ছবি দেখিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে গুটখা খাবেন না। আপনারও এই একই পরিণতি হতে পারে। এ সব জেনেও মৃত্যুর মুখে নিজেকে উৎসর্গ করছেন কিছু মানুষ। চিবোতে চিবোতে। অনেকে বলবেন, তা বলে শহিদ কেন? একে তো আত্মহত্যা বলা যায়। অর্থনীতিবিদরা বলছেন, গুটখা থেকে প্রায় ৬৪ শতাংশ ট্যাক্স পায় সরকার (Govt)। সিগারেট থেকে ৫৩ শতাংশ, বিড়ি থেকে ১৬ শতাংশ ট্যাক্স নেওয়া হয়।

{link}

বুঝতেই পারছেন, দেশকে লাভবান করে কীভাবে চিবোতে চিবোতে মৃত্যুবরণ করেন গুটখাম্যানরা (Gutkhaman)। এই মুহূর্তে দেশে গুটখা মহামারী আকার ধারণ করেছে সন্দেহ নেই। কিন্তু কতটা, চলুন দেখা যাক। তাজমহলের (Taj Mahal) মতো স্মৃতিসৌধ থেকে শুরু করে মিউজিয়াম বা ঝা চকচকে নতুন কোনও বিল্ডিং। সৌন্দর্য্য নষ্ট করেছে লাল লাল ছোপ।  গুটখাপ্রেমীদের দৌলতেই এই দুর্দশা। হাজারো নিষেধাজ্ঞা, মোটা অঙ্কের জরিমানা- কোনও কিছুতেই বাগে আনা যায় না গুটখাপ্রেমীদের। প্রতি বছর সরকারের লক্ষাধিক টাকা খরচ করতে হয় শুধু স্মৃতিসৌধ বা হেরিটেজ সাইট থেকে গুটখার ছোপ তুলতে। গুজরাট, তেলঙ্গানা, তামিলনাড়ু, বিহার , মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যেই গুটকার উপরে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ সব রাজ্যে গুটখা বা তামাকের প্যাকেটজাত পণ্য বিক্রি নিষিদ্ধ। কিন্তু কে শোনে কার কথা! লুকিয়ে বা প্রকাশ্যেই দেদার বিক্রিবাট্টা চলছে। সরকারও যেন নীরব দর্শক। তামাকজাত পণ্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এ কথা সকলের জানা, কিন্তু তা শরীরে ঠিক কতটা ক্ষতি করছে জানেন?

{link}


রাস্তার ধারে ছোট ছোট দোকানে সারি দিয়ে সাজিয়ে রাখা থাকে গুটখা ও পান মশলা। মুখশুদ্ধি হিসাবে অনেকেই পান মশলা খান। তবে জানেন কি এই পানমশলাই আপনার মৃত্যুর পথ প্রশস্ত করছে প্রতিদিন? সম্প্রতি একটি সমীক্ষায় জানা গিয়েছে, ভারতে পথ দুর্ঘটনায় বা গুলির আঘাতে প্রতি বছর যত সংখ্যক মানুষের মৃত্যু হয়, তার মিলিত সংখ্যার থেকেও বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয় গুটখা বা তামাকজাত পণ্যে! গুটখা সেবনে ক্যানসার হয়, এ কথা সকলের জানা। প্যাকেটের উপরে বিধিবদ্ধ সতর্কতাও থাকে। তবে তাতে বিশেষ একটা টনক নড়ে না। আইসিএমআর- র তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারতে ১৭.৩ লক্ষ মানুষ নতুনভাবে ক্যানসারে আক্রান্ত হতে পারেন। ৮.৮ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হবে ক্যানসার (cancer) সংক্রান্ত রোগে।২০২০ সালে তামাকজাত পণ্যের কারণে ক্যানসারের হার ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভারতের গ্রামাঞ্চলের ৪০ শতাংশ ক্যানসার রোগীই গুটখা সেবন করেন।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ভারত প্রতি বছর জিডিপির ১ শতাংশ হারায় তামাকজাত পণ্য সেবনে রোগ ও মৃত্যুর কারণে।

{ads}

News Breaking News Gutkha Govt Politics Politician cancer Gutkhaman সংবাদ

Last Updated : 7 months ago