সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: কার্যত বিরোধীদের অভিযোগের সীলমোহর দিলেন এলাকারই বিধায়ক। কাটমানি ইস্যুতে জেরবার তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের আগে দলেরই প্রধানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন বিধায়ক। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যান বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা। কাটমানি ইস্যু নিয়ে দিদির সুরক্ষা কবচের মঞ্চ থেকে কার্যত দলেরই প্রধানের বিরুদ্ধে হুঁশিয়ারি সুর বিধায়কের গলায়। উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান কুতুবুদ্দিন নস্করকে কার্যত প্রকাশ্য মঞ্চ থেকে বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন,"আর কত খাবে? হাতে আর মাত্র ৩ মাস"।
{link}
রাজ্যের বিরোধী দলগুলি বিভিন্ন সময়ে অভিযোগ করেছিল যে রাজ্যের পঞ্চায়েত গুলিতে দুর্নীতি হয়েছে পাহাড় সমান। প্রকাশ্য মঞ্চে বিরোধীদের অভিযোগ কার্যত সীলমোহর মারলেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা। আর মাত্র কয়েকটা মাস বাকি কয়েকটা মাস পরেই শুরু হতে চলেছে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক জমিকে শক্ত করতে মরিয়া রাজ্যের সবুজ শিবির। প্রকাশ্য মঞ্চে বিধায়কের এই হুঁশিয়ার। বিধায়কের সঙ্গে প্রধানের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এলো। বিধায়কের এই প্রকাশ্যে প্রধানকে হুঁশিয়ারি দেয়ার বার্তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এই বিষয়ে বিজেপি নেতা সুফল খাটু বলেন, রাজ্যের পঞ্চায়েতগুলি দুর্নীতির আগ্রার হয়ে গিয়েছে প্রায় সময় এই দুর্নীতি ইস্যু নিয়ে সরপ হতে দেখা গেছে রাজ্যের বিরোধী দল গুলির। বিধায়কের কথাতে সেটাই যেন স্পষ্ট হয়ে গেল যে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে সকলেই দুর্নীতিগ্রস্ত। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবে। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে নিজেদের দলের মধ্যেই এখন গোষ্ঠীকোন্দল শুরু হয়েছে প্রধানের বিরুদ্ধে এখন বিধায়ক। মানুষ তৃণমূলের ধাপ্পাবাজি ধরে ফেলেছে আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষের যোগ্য জবাব দেবে।
{link}
যদিও বিরোধীদের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে যুব তৃণমূলের সভাপতি ইমরান হোসেন মোল্লা বলেন, বিজেপি কুৎসা ও প্রচার করছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে প্রকাশ্য মঞ্চে প্রধানকে যে হুঁশিয়ারি তিনি দিয়েছেন তিনি হয়তো অন্য প্রসঙ্গে এই কথাটি ব্যবহার করেছে। যদি উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান কুতুবউদ্দিন নস্করের বিরুদ্ধে এই কথাটি বলে থাকেন তাহলে তিনি হয়তো ভুল বলেছেন। উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান কোন প্রকার দুর্নীতির সঙ্গে যুক্ত নেই। শুধুমাত্র উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত নয়! মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দলের কর্মীরা কোন প্রকার দুর্নীতির সঙ্গে আপোষ করে না। সাধারণ মানুষের সাথে নিয়ে পাশে নিয়ে তৃণমূল কংগ্রেস কাজ করে। যদি বিধায়ক এই কথাটি বলে থাকে প্রধানের বিরুদ্ধে তাহলে তিনি ভুল বলেছেন। প্রকাশ্য মঞ্চে বিধায়কের এইরকম কথা বলা উচিত হয়নি। বিরোধীদের কুৎসা ও প্রচারে মানুষ কান দেবেনা সামনে পঞ্চায়েত ভোট সেই পঞ্চায়েত ভোটের আবারো বিপুল ভোটে জয়যুক্ত হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। রাজনৈতিক মহলের দাবি পঞ্চায়েত ভোটের আগে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের গোষ্ঠী কোন্দল যেন তৃণমূল কংগ্রেসের অস্বস্তি হয়ে দাঁড়াবে।
{ads}