header banner

রবিবারের ঘটনার ২৪ ঘন্টা পেরোনোর আগেই আক্রান্ত তৃণমূল কর্মী, রাজনৈতিক অশান্তির শিরোনামে হাওড়া

article banner


রবিবার রাতে বাঁকড়ায় আক্রান্ত হয়েছিলেন বিজেপি কর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন ভর্তি রয়েছেন হাসপাতালে। সেই ঘটনার ২৪ ঘন্টা পেরোনোর আগেই এবার হাওড়ায় আক্রান্ত তৃণমূল কর্মী। হাওড়ায় সংঘর্ষের কারনে ক্রমশ উত্তাপ বেড়েই চলেছে। সোমবার রাতে হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত অনন্তদেব মুখার্জি লেনে অগ্রণী সংঘের মাঠ সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় ও আক্রান্ত তৃণমূল কর্মীদের অভিযোগ এলাকায় রাতে বহিরাগতদের এনে তান্ডব চালায় গেরুয়া বাহিনী। তৃণমূলের মহিলা কর্মীদের উপর বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। তাদের অভিযোগ, বিভিন্ন মহিলা মন্ডল থেকে কর্মীদের এনে সোমবার হামলা চালায় তারা। ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটিকে কেন্দ্রে করে এলাকায় বিপুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ও র্যা ফ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রনের মধ্যে। 

{link}

এর পাশাপাশি স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, রবিবার থেকেই মধ্য হাওড়ার ৩৩ নম্বর ওয়ার্ডে বিজেপির দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র বোমা নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়িতে হামলা চালায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চ্যাটার্জিহাট থানায় বেশ কয়েকবার অভিযোগ জানালেও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনরকম গ্রেফতার বা আইনি পদক্ষেপ গ্রহন করা হয়নি। সোমবার বিজেপির তরফ থেকেও পাল্টা অভিযোগ জানানো হয় বলেও সূত্রের খবর রয়েছে। এরপর এদিন রাতে ফের গন্ডগোল শুরু হয়। যার ফলে বর্তমান পরিস্থিতিতে ভোট মিটে যাওয়ার পরেই কার্যত একের পর এক সংঘর্ষের কারনে শিরোনামে উঠে এসেছে হাওড়া। বিজেপি বনাম তৃণমূলের লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে হাওড়ার রাজনৈতিক পরিস্থিতি। এই ঘটনা কি রবিবারের ঘটনারই প্রতিক্রিয়া? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। 

{ads}

Howrah TMC BJP Fight তৃণমূল বিজেপি সংঘর্ষ West Bengal Assembly Elections 2021 West Bengal India News নির্বাচন ২০২১

Last Updated :