header banner

মদ খাওয়ার টাকা না দেওয়ায় হাওড়ায় বৃদ্ধকে বেধড়প মার সিভিক ভলেন্টিয়ারের

article banner

টাকা চাই, মদ খাওয়ার টাকা। আর সেই টাকা না পেয়েই মারধর। শুক্রবার মদ খাওয়ার টাকা চেয়ে টাকা না পাওয়ায় ৬৮ বছরের বৃদ্ধকে বেধড়ক মার হাওড়ার চিন্তামণি দে রোডে। গতকাল রাত সাতটা নাগাদ সমীর বরণ বোস নামের  এক বৃদ্ধ কে চিন্তা মনি রোডে সিভিক ভলেন্টিয়ার সুরজিৎ দে ওরফে লালু মদ্যপ অবস্থায় মারধর করে। তারপরেই গুরুতর আহত অবস্থায় সমীর বরণ মহাশয় কে প্রথমে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  অবস্থা গুরুতর থাকায় সেইখান থেকে নিয়ে এসে কলকাতার এসএস কে এম হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে হাওড়া থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। বর্তমানে ওই বৃদ্ধের এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারের রেড জোনে ট্রিটমেন্ট চলছে।

{link}
আমরা বারংবার সাংবাদিকতার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবেদনে তুলে ধরি যে মানবিকতা আজও হারিয়ে যায়নি। কিন্তু আবারও বারংবার উঠে আসে এইরকম কিছু ঘটনা যা মানব সমাজের কাছে লজ্জার হয়ে দাঁড়ায়। যে সিভিক ভলেন্টিয়ার পুলিশের অংশ, যার কাজ মানুষকে সুরক্ষিত রাখা সেই কিনা নেশা করবার জন্য মানুষের প্রান কাড়তে উদ্যত! লজ্জা, এই ঘটনা মানব সমাজের কাছে লজ্জার। পড়াশোনা করেও সত্যিই আজও কিছু মানুষ শিক্ষিত হয়ে উঠতে অক্ষম। 

{ads}
 

News West Bengal Crime Police Civic Volunteer Howrah City Police Crime News সংবাদ হাওড়া অপরাধ

Last Updated :