header banner

হাওড়া ব্রিজে মিনিবাসে আগুন

article banner

হাওড়া স্টেশন থেকে হরিনাভি যাওয়ার পথে হাওড়া ব্রিজের ১৭ এবং ১৮ নম্বর পিলারের কাছে হটাৎ একটি  মিনিবাসের ইঞ্জিনে আগুন দেখতে পাওয়া যায় ।
সেই সময়ে বাসের মধ্যে থাকা যাত্রীরা প্রাণ বাঁচানোর তাগিদে বাস থেকে অতি শীঘ্রই নেমে পড়েন।


মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে বাসের মধ্যে , অর্ধেক বাস চলে যায় আগুনের গ্রাসে ।দমকলের দুটি ইঞ্জিন এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।আগুন লাগার পরেই হাওড়া ব্রিজের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ।কলকাতার ট্রাফিকএবং হাওড়ার সিটি পুলিশদের প্রচেষ্টায় খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয় ।{ads}
 

Bus accident Bus fire Howrah bridge kolkata Bus accident howrah bridge bangla news

Last Updated :