header banner

বেতন বৃদ্ধি ও স্থায়ীকরনের দাবিতে সাফাইকর্মীদের বিক্ষোভ হাওড়ায়

article banner

স্থায়ী করণ, মজুরি বৃদ্ধির দাবিতে হাওড়া কর্পোরেশনের সাফাই কর্মীদের বিক্ষোভ। কর্পোরেশনের কমিশনারের দপ্তরের সামনে কয়েকশো সাফাই কর্মী বুধবার এই বিক্ষোভ দেখান। তাদের মতে হাওড়া কর্পোরেশনে বহুদিন ধরে কাজ করা সত্বেও তাদের সাথী ভাবে নিয়োগ করা হয়নি, বাড়ানো হয়নি মাইনেও। এমনকি যা মাইনে তারা পান তাও ঠিকঠাক ভাবে দেওয়া হয় না, কাজ করার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন হ্যান্ডগ্লাভস জাতীয় বস্তুও দেওয়া হয়না। মাইনে দেওয়া হয় দু মাসে তিন মাসে একবার করে। এছাড়াও যা মাইনে দেওয়া হয় তাও খুবই কম এবং তাতে সংসার খরচ চলে না। বহুবার ধরে বলার পরেও এর কোন সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে বিক্ষোভের পথ বেছে নিয়েছেন। মাইনে বাড়ানো এবং কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ করা হোক এটাই তারা চাইছেন। সরকার যদি তাদের কথা না শোনে তবে ভবিষ্যতে তারা আরো বড়ো পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন সাংবাদিকদের। 
লকডাউনে সব অফিস থেকে শুরু করে সব কিছু বন্ধ থাকলেও বহু দূর দূর থেকে পায়ে হেঁটে এসে তারা কাজ করে গেছেন কিন্তু তা সত্বেও তাদের মাইনে বাড়ানো হয়নি এবং দেওয়া হয়নি কোনরকম বোনাস। ডাক্তার নার্স সবাইকে গুরুত্ব দেওয়া হলেও বাদ পড়েছেন এই সাফাইকর্মীরা বলে অভিযোগ রয়েছে তাদের। এখন সরকার ও কর্পোরেশন তাদের কথা শুনে কি পদক্ষেপ গ্রহণ করে বা আদৌ কোন পদক্ষেপ গ্রহণ করে কি না তাই দেখার।

 
{ads}

 

Howrah Corporation Protest Municipality Temporary Workers West Bengal India

Last Updated :